কলকাতা : সামাজিক মাধ্যমে ট্রোলড হওয়া তারকাদের নিত্য অভিজ্ঞতা ৷ ট্রোলিংয়ের পাল্লায় একাধিক বার পড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ৷ কিন্তু এ বার ছেলেকে নিয়ে ছবি পোস্ট করেও নীতি পুলিশগিরির সামনে পড়লেন রাজ-ঘরণি !
কিছু দিন আগে শুভশ্রী একটি ছবি পোস্ট করেছিলেন ৷ সেখানে তাঁর ও ছোট্ট ইউভানের পরনে একইরকম টিশার্ট ৷ একই রঙ তো বটেই! দু’জনের টিশার্টেই টেডি বেয়ার আঁকা ৷ এহেন আদুরে ছবির ক্যাপশন শুভশ্রী দিয়েছেন, ‘টুইনিং উইথ মাই বেবি বয় ইউভান৷’ সঙ্গে ভালবাসার ইমোজি ৷
মা-ছেলের এই ছবি অধিকংশ নেটিজেনদের মন জয় করে নিলেও বাধ সেধেছেন অনেকেই ৷ তারা এই ছবিতেও অশ্লীলতা খুঁজে পেয়েছেন ৷ ট্রোলারদের আপত্তি শুভশ্রীর পোশাক নিয়ে ৷ তাঁর লম্বা ঢিলেঢালা টি শার্ট নেমে এসেছে অনেকটাই ৷
টি শার্টের নীচে তাঁর উন্মুক্ত মসৃণ পায়ে গোলাপি ক্যাজুয়াল জুতো ৷ এখানেই আপত্তি ট্রোলারদের ৷ এক নেটিজেন লিখেছেন, ‘এই ছবিটাই একটা শালীন পোশাকে থাকলে কতই না সু্ন্দর লাগত৷’ আর এক জনের কটু মন্তব্য, ৮ বছর পর এই ছবি দেখে ইউভান নাকি প্রশ্ন করবে, ‘মা, তোমার কি প্যান্ট নাই? এ প্যান্ট পরে কেন ছবি তুললে?’ নেটিজেনদের প্রশ্ন, শুভশ্রী তখন কী জবাব দেবেন ইউভানকে ? অনেকের কটাক্ষ, শুভশ্রী নাকি তাঁর ছেলের প্যান্ট পরে ছবি তুলেছেন! কেউ আবার শাসন করেছেন এই বলে ‘বাচ্চা নিয়ে কেউ এইভাবে ছবি আপলোড করে?’ কোনও নেটিজেনের মত, নিজেকে দেখাতেই শুভশ্রী এই ছবি পোস্ট করেছেন! পাশাপাশি উড়ে এসেছে শুভশ্রীর চেহারা নিয়েও কটাক্ষ ৷ ট্রোলারদের মত, রোগা দেখানর জন্য শুভশ্রী এই ছবি এডটি করেছেন!
এর আগেও শুভশ্রী সামাজিক মাধ্যমে ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছেন একাধিক বার ৷ ইউভানের জন্মের পর শুভশ্রী মোট হয়ে গিয়েছেন, সে নিয়ে কটূক্তিও ভেসে এসেছে অনেক বার ৷ কিন্তু শুভশ্রী ট্রোলিং উড়িয়েই সক্রিয় থেকেছেন সামাজিক মাধ্যমে ৷
মা হওয়ার পর শুভশ্রী ধীরে ধীরে আবার ফিরে এসেছেন বিনোদনের দুনিয়ায় ৷ সামাজিক মাধ্যমে তাঁর কাজের পাশাপাশি পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার করেন ৷ বিধায়ক স্বামীকে নিয়ে যে তিনি গর্বিত, সে কথাও বোঝা যায় শুভশ্রীর প্রোফিল দেখলেই ৷ তবে সবকিছু ছাপিয়ে তাঁর প্রোফাইলের মূল আকর্ষণ ছোট্ট ইউভানই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।