#কলকাতা: সাফল্য পেয়েছে রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’! বিয়ের পর এই ছবিটি দিয়েই রূপোলী পর্দায় কামব্যাক করেছেন টলিকুইন শুভশ্রী! পরিনীতায় শুভশ্রীর অভিনয় ব্যাপক প্রশংসিতও।
শ্যুটিং ফ্লোরের পাশাপাশি 'পরাণ যায় জ্বলিয়া রে' নায়িকা সোশ্যাল সাইটেও বেশ অ্যাক্টিভ। রেগুলার নিজের আপডেট দিতে থাকেন ইনস্টাগ্রাম, ট্যুইটারে। সম্প্রতি শুভশ্রীর পোস্ট করা একটি ভিডিও নিয়ে নেট দুনিয়া তোলপাড়! ভিডিওতে দেখা যায়, রাজ চক্রবর্তীর পাশে বসে 'বাবা দা' বলে একজনকে ফোন করছেন তিনি। বারবার বলছেন 'চিনতে পারছ না আমায় ? নাকি পাশে প্রেমিকা রয়েছে বলে না চেনার ভান করছ?'' দেখুন সেই ভিডিও--
শুভশ্রীর ফোনে কথা বলার সময় রাজ অবশ্য হেসে গড়িয়ে পড়েন! কে এই বাবাইদা? তা অবশ্য জানা যায়নি! কোনও ছবির প্রোমোশনাল ভিডিও কীনা, সে বিষয়ও স্পষ্ট নয়! তবে 'বাবাইদা' কে চেনার কৌতূহল নেটিজেনদের মধ্যে ষোলোআনা!
ইতিমধ্যেই রাজ তাঁর আগামী প্রজেক্ট ‘হে গর্ভধারিনী'-র কথা প্রকাশ্যে এনেছিলেন। এই ছবিতেও মুখ্য চরিত্রে শুভশ্রী। দিন কয়েক আগে ইনস্টাগ্রামে ‘ধর্মযুদ্ধ’ বলে তাঁর আরেকটি ভেঞ্চারের কথাও প্রকাশ্যে আনেন। শোনা যাচ্ছে, ‘হে গর্ভধারিনী’র নাম নাকি পরিবর্তিত হয়েছে ৷ নতুন নাম হয়েছে ‘ধর্মযুদ্ধ’ ৷ ছবির মুখ্য চরিত্রে নাকি দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তীকে ৷