corona virus btn
corona virus btn
Loading

একই দিনে, একই কারণে মৃত্যু হয়েছে ফিরোজ খান ও বিনোদ খান্নার !

একই দিনে, একই কারণে মৃত্যু হয়েছে ফিরোজ খান ও বিনোদ খান্নার !

ব্যাপারটা একেবারেই কাকতালীয় ৷ ২০০৯ সালে এই দিনেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের সবচেয়ে স্টাইলিশ নায়ক ফিরোজ খান

  • Share this:

#মুম্বই: ব্যাপারটা একেবারেই কাকতালীয় ৷ ২০০৯ সালে এই দিনেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের সবচেয়ে স্টাইলিশ নায়ক ফিরোজ খান ৷ তাঁর বয়স হয়েছিলে ৬৯ ৷ আর এই একই দিনে বলিউডে হারাল বলিউডের হ্যান্ডসাম হিরো বিনাদ খান্নাকে ৷ ফিরোজ খান্না আক্রান্ত হয়েছিলেন ফুসফুসের ক্যানসারে ৷ বিনোদ খান্নার মৃত্যুর কারণটি সেই ক্যানসারই ৷

তবে শুধু মৃত্যুর দিন এক নয় ৷ বলিউডে দুই হিরোর বন্ধুত্ব নিয়ে যদি উদাহরণ দেওয়া হয়, তাহলে ফিরোজ খান ও বিনোদ খান্নার নাম আসবে আগে ৷ বলিউডে মোটামুটি একই সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন বিনোদ ও ফিরোজ ৷ ১৯৭৬ সালে জুটি বেঁধে প্রথম ছবি করে ফিরোজ খান ও বিনোদ খান্না ৷ ছবির নাম ‘শঙ্কর শম্ভু’ ৷

vamr

তবে এই জুটি বক্স অফিসে ঝড় তুলল ‘কুরবানি’ ছবি দিয়েই ৷ তবে কুরবানিতেই সাফল্যের শেষ নয় ৷ এরপর দু’জনে মিলে অভিনয় করলেন ‘দয়াবান’ ছবিতে ৷ যা কিনা রেকর্ড হিট করেছিল সেই সময় ৷

First published: April 27, 2017, 3:23 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर