#কলকাতা: রানাঘাটের ভবঘুরে রাণু মণ্ডল আজ সেলেব্রিটি! নেট দুনিয়ায় 'ভাইরাল' হওয়ার পরই রাতারাতি বদলিয়ে যায় রাণুর জীবন! ঝুলিতে একের পর এক প্রাপ্তি... মুম্বইয়ে হিন্দি ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে গান রেকর্ড করা থেকে শুরু করে হাজার হাজার শো... মায় রাণুকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিকও! একককথায় লাইমলাইটের কেন্দ্রে এখন শুধুই রাণু আর রাণু!
সময়ের সঙ্গে সঙ্গে বাংলার এই 'লতাকণ্ঠী' নিজের মেকওভার করে আমূল বদলিয়ে গিয়েছেন! এখন তিনি স্টাইলিশ, অনেক ঝাঁ চকচকে ৷ সম্প্রতি তাঁর দেখা মেলে নয়া লুক-এ। গোলাপী ঘাঘড়া চোলি, ভারী কুন্দনের গয়নায় ৷ মুখে পুরু মেকআপ, স্টাইল করে চুল বাঁধা, তাতে আবার গোলাপ ফুল।
কীভাবে মেক-আপ করা হল রাণুর ? দেখে নিন প্রতিটি ধাপ--
রাণু মণ্ডল তাঁর নয়া লুক-এ র্যাম্প ওয়াক-ও করেন। জানা গিয়েছে, সন্ধ্যা মেকওভার বলে একটি পার্লারের নতুন শাখার উদ্বোধনে কানপুরে হাজির হয়েছিলেন রাণু মণ্ডল। যেখানে গানের তালে রাণুকে পার্লারের মালকিন কর্তীর হাত ধরে হাঁটতেও দেখা যায় ৷ রাণুর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে রাণুর সেই 'র্যাম্প ওয়াক'-এর ভিডিও।