• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পুজোয় আসছে কাকাবাবু, ট্রেলার প্রকাশ্যে !

পুজোয় আসছে কাকাবাবু, ট্রেলার প্রকাশ্যে !

ফেলদুা, ব্যোমকেশ, কাকাবাবু ! বাঙালির ঝুলিতে প্রচুর গোয়েন্দা ৷ ছোটথেকে বড় হওয়া এই সব গোয়েন্দারদের রহস্যে ডুব দিয়েই ৷

ফেলদুা, ব্যোমকেশ, কাকাবাবু ! বাঙালির ঝুলিতে প্রচুর গোয়েন্দা ৷ ছোটথেকে বড় হওয়া এই সব গোয়েন্দারদের রহস্যে ডুব দিয়েই ৷

ফেলদুা, ব্যোমকেশ, কাকাবাবু ! বাঙালির ঝুলিতে প্রচুর গোয়েন্দা ৷ ছোটথেকে বড় হওয়া এই সব গোয়েন্দারদের রহস্যে ডুব দিয়েই ৷

 • Share this:

  #কলকাতা: ফেলদুা, ব্যোমকেশ, কাকাবাবু ! বাঙালির ঝুলিতে প্রচুর গোয়েন্দা ৷ ছোটথেকে বড় হওয়া এই সব গোয়েন্দারদের রহস্যে ডুব দিয়েই ৷ এর তবে এই তিনজন যে বাঙালির পথিকৃৎ ৷ বাঙালির মনে সাহাসের ভিটামিন, সঙ্গে অলস বাঙালির ব্রেন ধরে দেশ-বিদেশ পাড়িু দেওয়া ৷ সত্যজিৎ রায়, শরদিন্দ্যু দেখিয়েছেন, তেমনি দেখিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় ৷ আর এবার সুনীলের থেকে সেই কলম ধার করে ফের পরিচালক সৃজিত ফের কাকাবাবু নিয়ে হাজির সঙ্গে পাহাড়চূড়ায় আতঙ্ক ! তবে সৃজিতের নাম পরিবর্তনে এই ছবির নাম ‘ইয়েতি অভিযান’ !

  দু’বছর আগে পুজোয় কাকাবাবুকে সঙ্গে নিয়ে মিশরে পা দিয়েছিলেন সৃজিত ৷ আর এবার বরফ মোড়া পাহাড়চূড়ায় ! সঙ্গে ইয়েতি-র আতঙ্ক !

  সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ আর ট্রেলারেই প্রকাশ পেল সৃজিতের মুন্সিয়ানার সঙ্গে পুরনো, চেনা কাকাবাবু-র রহস্যের মোড়৷

  First published: