কলকাতা : অতিমারিকালে প্রথম থেকেই সামাজিক মাধ্যমে নিজের প্রোফাইল সৃজিত ব্যবহার করছেন জরুরি তথ্য জানানোর জন্য ৷ শুধু সেখানেই শেষ নয় ৷ পরিচালক নিজেও সক্রিয় ত্রাণপর্বে ৷ ‘O2 কু সবার’ প্রয়াসের অন্যতম মুখ তিনি নিজে ৷
করোনাপর্বে মানুষের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই অনেক কর্মসূচির কারিগর এই সংস্থা ৷ এ বার তাদের উদ্যোগে করোনার টিকা দেওয়া হবে সুন্দরবনের ইয়াসবিধ্বস্তদের ৷ বানভাসিদের জন্য নৌকোতেই করা হচ্ছে টিকাকরণের বন্দোবস্ত ৷ এই সংক্রান্ত পোস্ট শেয়ারও করেছেন সৃজিত ৷
কলকাতায় ইতিমধ্যেই ‘O2 কু সবার’-এর উদ্যোগে অনগ্রসর মানুষদের টিকাকরণ পর্ব শুরু হয়েছে ৷ গৃহ সহায়িকা, গাড়িচালক, পরিচারিকা-সহ বিভিন্ন কাজে যাঁরা নাগরিক জীবনের বন্ধু, তাঁদের টিকা করানো হয়েছে মেডিকা হাসপাতালের তত্ত্বাবধানে ৷ O2 কু সবার-এর কথায়, শুধু নিজেরা টিক নিলেই বিপদ দূর হবে না ৷ নিরাপদে থাকার প্রয়োজনে চারপাশে পরিবারবন্ধুদেরও টিকাকরণের ব্যবস্থা করতে হবে আমাদের নিজেদের উদ্যোগেই ৷ বক্তব্য এই সংস্থার ৷
অনেক দিন অতিমারিতে সমাজসেবায় যুক্ত থাকার ফলে সংস্থার স্বেচ্ছাসেবীদের অভিজ্ঞতা বলছে, অসংগঠিত ক্ষেত্রে বহু মানুষ পেটের দায়েই দীর্ঘ ক্ষণ ধরে টিকাকেন্দ্রে লাইন দিতে আপারগ ৷ অনেকের কাছেই স্মার্টফোন নেই ৷ কোউইন অ্যাপে রেজিস্ট্রেশন করাতে পারছেন না৷ অক্ষরজ্ঞান না থাকায় অনেকেই বুঝতে পারছেন না ওটিপি ৷ তাঁদের সমস্যা দূর করতেই উদ্যোগী এই সংস্থা ৷
এর আগে রাসবিহারী অ্যাভিনিউয়ে সেফ হোমের পিছনে সক্রিয় ভূমিকা পালন করেছে ‘O2কু সবার’৷ পাশাপাশি রাজ্য সরকার ও O2কু সবার-এর উদ্যোগে দুই চব্বিশ পরগনা জেলা হাসপাতালে রাখা হয়েছে মোট ১০টি অক্সিজেন বাস ৷ এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মোবাইল সেফ হোম’ অর্থাৎ ভ্রাম্যমাণ নিরাপদ আবাস ৷ সেখানে হাসপাতাল সুপারের তত্বাবধানে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে ৷ স্বেচ্ছাসেবকরা উপস্থিত আছেন দিনভর ৷
এ ছাড়াও O2কু সবার-এর পক্ষ থেকে কলকাতার বিভিন্ন এলাকায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ যাঁদের সাধ্য নেই, তাঁদের কাছে কোনও অর্থ চাওয়া হচ্ছে না ৷ যাঁরা দিতে পারবেন, তাদের উপরও কোনও নির্দিষ্ট অঙ্ক চাপিয়ে দেওয়া হচ্ছে না ৷ তাঁরা নিজেরা যেটুকু দেবেন, সেটা দিয়েই বাকিদের কাছে নিখরচায় পরিষেবা পৌঁছে দিচ্ছে O2কু সবার ৷
O2কু সবার-এর উদ্যোগ নিয়মিত নিজের প্রোফাইলে শেয়ার করেন সৃজিত ৷ পাশাপাশি, অন্যান্য যাঁরা অতিমারিকালে ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন, তাঁদের কাজও সকলের সামনে তুলে ধরেন পরিচালক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srijit Mukherji, Sundarban