হোম /খবর /বিনোদন /
সৃজিত ও আয়রার খেলাঘরের ছবিতে মুগ্ধ নেটিজেনরা

Srijit Mukherji: সৃজিত ও আয়রার খেলাঘরের ছবিতে মুগ্ধ নেটিজেনরা

আন্তরিক এই ছবি ও বু্দ্ধিদীপ্ত ক্যাপশনে আরও এক বার বাজিমাত সৃজিত মুখোপাধ্যায়ের

আন্তরিক এই ছবি ও বু্দ্ধিদীপ্ত ক্যাপশনে আরও এক বার বাজিমাত সৃজিত মুখোপাধ্যায়ের

ছবির নাম দিয়েছেন ‘ঘাড়োন্দা’৷ আন্তরিক এই ছবি ও বু্দ্ধিদীপ্ত ক্যাপশনে আরও এক বার বাজিমাত সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা : ঘাড়ে বসে আছে তাঁর রাজকন্যা ৷ ছবির নাম দিয়েছেন ‘ঘাড়োন্দা’৷ আন্তরিক এই ছবি ও বু্দ্ধিদীপ্ত ক্যাপশনে আরও এক বার বাজিমাত সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ৷

দু’দিনের মধ্যে ছবিটি ভাল লাগা ও ভালবাসার প্রতিক্রিয়া পেয়েছে প্রায় সাড়ে চার হাজারের কাছে ৷ ছবিতে আটপৌরে বেশে চোখ বুজে বসে আছেন পরিচালক ৷ তাঁর ঘাড়ে বসে আয়রা ৷ স্ত্রী মিথিলার প্রথম পক্ষের সন্তান আয়রাকে তাঁর ‘রাজকন্যা’ বলেন সৃজিত৷ তাঁদের এই একান্ত খেলার ছবির ক্যাপশনের অর্থ দু’দিক দিয়েই সঙ্গত ৷ ‘ঘাড়’ থেকেও মজা করে ‘ঘাড়োন্দা’ হতে পারে ৷ আবার হিন্দিতে ‘ঘরোন্দা’ শব্দের অর্থ মাটির তৈরি ছোট ঘর, সাধারণত ছোটদের তৈরি খেলাঘর৷

গত মাসেই মিথিলার সঙ্গে বাংলাদেশ থেকে কলকাতায় আসে আয়রা ৷ দীর্ঘ বিরতির পর তাঁদের সঙ্গে প্রথম সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন সৃজিত ৷ পোস্ট করেছিলেন, আয়রার চোখে অস্ত্রোপচারের আগে তাঁদের অপেক্ষমাণ মুহূর্তও ৷ জানিয়েছিলেন, তাঁর রাজকন্যার চোখে অস্ত্রোপচার হতে চলেছে ৷ পরে সৃজিত নিজেই জানান, অস্ত্রোপচারের পর আয়রা ভাল আছে ৷ তাদের খেলার ছবিতেও কেউ কেউ আয়রার কুশল সংবাদ নিয়েছেন ৷

কিছু দিন আগেও অতিমারির সেকেন্ড ওয়েভে সৃজিত ব্যস্ত ছিলেন সমাজসেবামূলক বিভিন্ন কাজে ৷ সামাজিক মাধ্যমে বিভিন্ন তথ্য শেয়ার করার পাশাপাশি একাধিক উদ্যোগে নিজেও সামিল হয়েছিলেন৷ এখন তিনি পুরোদমে পরিচালকের ভূমিকায় ফিরে গিয়েছেন ৷ তাঁর পরবর্তী ছবি ‘‘লহ গৌরাঙ্গের নাম’-এ অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, পাওলি দাম এবং অনির্বাণ ভট্টাচার্য।  পাশাপাশি চর্চা তুঙ্গে সৃজিতের প্রথম ওয়েবসিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বা ‘রেক্কা’ ঘিরেও ৷ বাংলাদেশের লেখক মহম্মদ নাজিম উদ্দিনের থ্রিলারধর্মী উপন্যাস থেকে তৈরি এই সিরিজের পরতে পরতে রোমাঞ্চ। সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার ৷ শোনা যাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ৷ শুধু পরিচালনাই নয় ৷ সৃজিত নিজে অভিনয় করছেন শ্রীজাত-র প্রথম ছবি ‘মানবজমিন’-এ ৷ কাজের মাঝে ধরা দিল রাজকন্যার সঙ্গে তাঁর খণ্ড অবসর ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Srijit Mukherji