corona virus btn
corona virus btn
Loading

গ্রিসের রাস্তায় স্ত্রীয়ের সঙ্গে সৃজিতের ‘আদুরে আলাপ’ ! দেখুন ছবি

গ্রিসের রাস্তায় স্ত্রীয়ের সঙ্গে সৃজিতের ‘আদুরে আলাপ’ ! দেখুন ছবি

বহুদিন থেকে গুঞ্জন ছিল ৷ তারপর সব গুঞ্জনকে পাশে সরিয়ে রেখে দুম করে বাংলাদেশের মিথিলাকে বিয়ে করে ফেললেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

  • Share this:

#কলকাতা: বহুদিন থেকে গুঞ্জন ছিল ৷ তারপর সব গুঞ্জনকে পাশে সরিয়ে রেখে দুম করে বাংলাদেশের মিথিলাকে বিয়ে করে ফেললেন টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ গত ৬ ডিসেম্বর কলকাতাতে নিজের বাড়িতে মিথিলার সঙ্গে রেজেস্ট্রি বিয়ে করে ফেললেন সৃজিত ৷ তারপর সোজা উড়ে গেলেন জেনেভাতে !

না, জেনেভাতে মধুচন্দ্রিমা নয় ৷ বরং মিথিলার পিএইচডি-র জন্যই গিয়েছিলেন সৃজিত ৷ আর তখনই সৃজিত জানিয়ে ছিলেন তাঁর হানিমুন হবে গ্রিসে !

সৃজিত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করতে শুরু করেন গ্রিসের ছবি ৷ কখনও দু’জনের পা, কখনও সুন্দরী মিথিলা ৷ আর এবার তো গ্রিস থেকে এক অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন সৃজিত ৷ যেখানে দেখা যাচ্ছে গ্রিসের রাস্তায় মিথিলার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন সৃজিত ৷ তবে ছবিটি তাঁদের ছায়ার ৷

সৃজিতজে বড্ড বলিউড সিনেমার প্রেমি, তা প্রমাণ দিচ্ছেন তাঁর ইনস্টাগ্রামের ছবি পোস্ট থেকেই, ‘যা সিমরন যা’ থেকে শুরু করে এবার তো শাহরুখের ‘চলতে চলতে’ ছবির জনপ্রিয় গান ‘তওবা তুমহারে ইয়ে ইশারে...’র লাইন লিখে ফেললেন সৃজিত ৷ কেননা, এই রাস্তাতেই শাহরুখ ও রানিকে নিয়ে এই গানটির শ্যুটিং হয়েছিল ৷

দেখুন সৃজিতের সেই পোস্ট---

ins
First published: December 17, 2019, 5:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर