হোম /খবর /বিনোদন /
মাউথ অর্গ্যানে 'পেহলা নেশা' বাজালেন সৃজিত মুখোপাধ্যায় ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

মাউথ অর্গ্যানে 'পেহলা নেশা' বাজালেন সৃজিত মুখোপাধ্যায় ! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

মাউথ অর্গ্যানে সৃজিত বাজালেন 'পেহলা নেশা' গানটি। কি-বোর্ডে তাঁকে সঙ্গত করেছেন সত্রাজিৎ সেন।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা:  সৃজিত মুখোপাধ্যায়। টলিউড শুধু নয় গোটা দেশ তাঁকে চেনে। তাঁর পরিচালনাই তাঁর পরিচয়। প্রায় দশ বছর আগে টলিউডে 'অটোগ্রাফ' ছবির মাধ্যমে প্রথম যাত্রা শুরু করেন তিনি। মাঝ খানের দশটা বছর অক্লান্ত পরিশ্রম তাঁকে আজকের সৃজিত বানিয়েছে। একের একের পর ভালো ছবি তিনি উপহার দিয়েছেন মানুষকে। সৃজিতের ছবি মানেই সিনেমা হল হাউসফুল। তাঁর ছবির নায়ক-নায়িকার পরিচয় মানুষ পরে জানতে চায়। আগেই বলে সৃজিতের ছবি দেখতেই হবে। এবং সেই জনপ্রিয়তা থেকেই তাঁর প্রতিটা ছবি বক্স অফিসে সুপারহিট।

সৃজিত ২০১৯-এর শেষে বিয়ে করেছেন বাংলাদেশের মিথিলাকে। তাঁদের মিষ্টি মেয়েকে নিয়ে সুখের সংসার। মিথিলাও অভিনয় করেন। সম্প্রতি তাঁরা আছেন কলকাতাতেই। যদিও বিয়ের পর পরই বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলেন মিথিলা। সবটাই হয়েছিল করোনার জন্য। তবে ফ্লাইট চালু হতেই ফিরে আসেন মিথিলা। এরই মধ্যে বাংলাদেশের গায়ক অর্ণব বিয়ে সেরেছেন। আসানসোলে বিয়ে হয় অর্ণবের। অর্ণবের কাজিন সিস্টার মিথিলা। বিয়ের আগে এক জমাটি আড্ডার আয়োজন করেছিলেন তাঁরা।

কলকাতায় সত্রাজিৎ সেনের বাড়িতে অর্ণব, সৃজিত, মিথিলা-সহ আরও অনেকে গানের আড্ডায় মেতেছিলেন। আর সেখানেই হারমোনিকা বাজাতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়কে। মাউথ অর্গ্যানে সৃজিত বাজালেন 'পেহলা নেশা' গানটি। কি-বোর্ডে তাঁকে সঙ্গত করেছেন সত্রাজিৎ সেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়। সৃজিতের সঙ্গীত ভালোবাসার কথাও সকলের জানা।

Published by:Piya Banerjee
First published:

Tags: Srijit Mukherjee