Home /News /entertainment /
‘চৌরঙ্গী’র পর সৃজিতের ‘নেতাজি’, সামনে এল পোস্টার

‘চৌরঙ্গী’র পর সৃজিতের ‘নেতাজি’, সামনে এল পোস্টার

 • Share this:

  #কলকাতা: শংকরের উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে ছবি বানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ ছবির নাম দিলেন শাহজান রিজেন্সি ! গত শুক্রবারই মুক্তি পেয়েছে সৃজিতে এই ছবি ৷ ইতিমধ্যেই বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি ৷ দর্শকরাও পছন্দ করছেন শাহজান রিজেন্সিকে ৷ এরই মাঝে সামনে এল সৃজিতের নতুন ছবি ‘গুমনামী’-এর পোস্টার ৷

  সালটা ১৯৭০ ৷ উত্তরপ্রদেশে হঠাৎই আবির্ভাব ঘটে ‘গুমনামী বাবা’র ৷ আর তা নিয়ে শুরু হল শোরগোল ৷ অনেকে মনে করতে শুরু করেছিলেন এই গুমনামী বাবা আসলে খোদ নেতাজি ৷ তাঁর সঙ্গে ছিল নেতাজির মুখের মিল৷ এমনকী, গুমনামী বাবার বাক্সে নাকি আজাদহিন্দের বেশকিছু চিঠিপত্র পাওয়া গিয়েছিল।

  তবে এর সত্যতা নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে ৷ সেই বিতর্ক, রহস্য নিয়েই সিনেমা বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়৷ এমনকী, শোনা গিয়েছে এই ছবিতে নাম ভূমিকায় দেখা যেতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ৷

  ছবির ঘোষণার সময় সৃজিত জানিয়েছিলেন, ‘২০১৬ সালে সংবাদমাধ্যমে গুমনামী বাবাকে নিয়ে একট প্রতিবেদন পড়েছিলাম। তখন থেকেই গুমনামী বাবাকে নিয়ে সিনেমা বানানোর কথা ভেবেছিলাম।’

  পোস্টার দেখে জানা যাচ্ছে, সৃজিতের এই ছবি অনুজ ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কোনানড্রাম’ থেকে অনুপ্রাণিত৷ ছবিটি মুক্তি পেতে পারে ২০২০ সালের জানুয়ারি মাসে ৷

  দেখুন সেই পোস্টার---

  jana

  sri net

  First published:

  Tags: Movie, Srijit Mukherjee

  পরবর্তী খবর