#কলকাতা: রাজা কী ফিরে এসেছেন? না কী অন্য কোনও ব্যক্তি সাজলেন রাজা ! বিভ্রান্তি, বিশ্ময় আর প্রশ্ন!
সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ ৷ মৃত্যদেহ যেন গায়ে ঢাকা চাদর ফেলে উঠে দাঁড়ালেন ৷ হেঁটে চললেন জঙ্গল ঘেরা এক পথ দিয়ে ৷ একেবারেই অল্প বস্ত্র ৷ ভেজা গা, কাঁটা-ছেঁড়া ৷ রক্তাক্ত পায়ের তলা ৷ উচ্চস্বরে আইনজীবি নাম জানতে চাইছেন, ব্যক্তি নাম বললেন রাজা মহেন্দ্র কুমার !
প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘এক যে ছিল রাজা’র টিজারে ৷ টিজারে উঠে এল অজানা ভাওয়াল রাজার আসল গল্প ৷ টিজারটি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রেন্ডিং এক যে ছিল রাজা ৷
‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন উত্তমকুমার ৷ ভাওয়াল রাজাক গল্প নিয়েই তৈরি হয়েছিল সেই ছবি ৷ তবে সৃজিতের এই ছবি একেবারেই উত্তমকুমারের সেই ‘সন্ন্যাসী রাজা’র রিমেক নয় ৷ বরং, ভাওয়াল রাজার গল্পকে একেবারে নতুনভাবে সামনে নিয়ে আসতে চলেছেন সৃজিত ৷ ছবিতে ভাওয়াল রাজার ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ৷ ছবিতে রয়েছেন রাজনন্দিনী, জয়া এহেসান, অনির্বাণ ভট্টাচার্য ও রুদ্রনীল ঘোষ ৷ পুজোতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
দেখুন টিজার-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।