• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কেন হঠাৎ আজকের তারিখেই আগামী ছবির কথা প্রকাশ্যে আনলেন সৃজিত ?

কেন হঠাৎ আজকের তারিখেই আগামী ছবির কথা প্রকাশ্যে আনলেন সৃজিত ?

Srijit Mukherjee

Srijit Mukherjee

আজ ১৮ আগস্ট ! সেদিনের তারিখটাও ছিল এক! মাঝখানে শুধু পেরিয়ে গিয়েছে ৭৩-তা বছর! ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ান থেকে বিমানে চড়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেই শেষ! তারপর আর দেখা মেলেনি নেতাজির!

 • Share this:

  #কলকাতা:  আজ ১৮ আগস্ট ! সেদিনের তারিখটাও ছিল এক! মাঝখানে শুধু পেরিয়ে গিয়েছে ৭৩-তা বছর! ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ান থেকে বিমানে চড়েছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। সেই শেষ! তারপর আর দেখা মেলেনি নেতাজির! কেউ আর কোনওদিন দেখেনি তাঁকে! কী হল তাঁর? আজও মেলেনি উত্তর! শুধু রহস্যের ধোঁয়া আরও গাঢ় হয়েছে।

  বরাবর অন্য রাস্তায় হাঁটা পরিচালক সৃজিত এবারও চেনা গলি ধরলেন না ! নেতাজি অন্তর্ধানের এই রহস্যে মোড়া ঘটনাকে কেন্দ্র করে লিখলেন চিত্রনাট্য। কেন্দ্রে রয়েছেন 'গুমনাম বাবা', ফয়েজাবাদের সেই রহস্যময় চরিত্র যাঁকে একটা সময়ে গোটা দেশ মনে করেছিল-- ইনিই নেতাজি! ফিরে এসেছেন সুভাষ চন্দ্র বসু।

  ছবির নামও 'গুমনাম বাবা'! প্রযোজনা সংস্থা এসভিএফ। প্রধান চরিত্রে আর কেউ নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আজ, ১৮ আগস্ট ! কাজেই, আজই এই প্রজেক্টের কথা প্রকাশ্যে আনলেল সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও এসভিএফ।

  First published: