Home /News /entertainment /
বয়ফ্রেন্ডের সঙ্গে নাচ, ইন্টারনেটে ভাইরাল শ্রীদেবী কন্যা জাহ্নবী

বয়ফ্রেন্ডের সঙ্গে নাচ, ইন্টারনেটে ভাইরাল শ্রীদেবী কন্যা জাহ্নবী

বলিউডে শ্রীদেবীকে নাচে টক্কর দেওয়ার মতো হয়তো এখনও কেউ আসেনি ৷

 • Share this:

  #মুম্বই: বলিউডে শ্রীদেবীকে নাচে টক্কর দেওয়ার মতো হয়তো এখনও কেউ আসেনি ৷ শুধু শ্রীদেবী অনুরাগীরাই নয় ৷ একথা স্বীকার করেন, প্রায় বলিউডের সবাই৷ সেই তোফা থেকে শুরু করে, হাওয়া হাওয়াই ৷ কিংবা হিম্মতাওয়ালার নয়নো মে সপ্না ৷ অথবা চাঁদনি-র সেই মেরে হাত মে নও নও চুড়িয়া ৷ শ্রীদেবীক তাক লাগিয়েছেন সবাইকে ৷ তবে এবার শ্রীদেবী নয়, বরং নাচ দিয়ে সবাইকে তাক লাগিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী !

  sri

  গপ্পোটা হল ৷ শনিবার থেকেই গোটা ইন্টারনেটে ভাইরাল শ্রীদেবী কন্যা জাহ্নবীর একত নাচের ভিডিও ৷ আর এই ভিডিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মণীশ মালহোত্রা ৷

  ভিডিওতে দেখা গিয়েছে, বহুদিন ধরে বলিউডের গুঞ্জনে থাকা জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখড়ের সঙ্গে গানের তালে কোমর দোলাচ্ছেন জাহ্নবী ! আর আপাতত সেই ভিডিও-ই ইন্টারনেটে ভাইরাল ৷

  First published:

  Tags: Bollywood, Dance, Sridevi, Video

  পরবর্তী খবর