#মুম্বই: পঞ্চাশ বছরের ক্যারিয়ার। যে বয়েসে ঠিকঠাক মুখের বুলি বেরোয় না, সেই বয়েস থেকেই ক্যামেরার সামনে। তাঁর অভনিয়ের ছাপ ফেলতে সময় নেননি শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। সংক্ষেপে ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী।
উনিশশো উনসত্তর সালে। চার বছর বয়সে তামিল ছবি দিয়ে হাতে খড়ি। একটি ভক্তিমূলক ছবিতে মুরুগার চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর একের পর এক তামিল, তেলুগু, মালায়লি ছবিতে অভিনয়। বিভিন্ন ধরনের চরিত্রে সাবলিল অভিনয় তাঁকে সকলের নজরে নিয়ে আসে। তেরো বছর বয়সে অভিনয় করলেন এক প্রাপ্তবয়স্কের চরিত্রে। এরপর পা দেওয়া বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিজে। ১৯৭৫ -এ জুলি। দিয়ে বলিউডে অভিষেক। শেষটা ২০১৭-র মম। প্রায় ৫০ বছরের অভিনয় কেরিয়ারে দাপটি বেড়িয়েছেন আশি ও নব্বইয়ের দশকে পুরুষদের হৃদয়ে ঝড় তোলা নায়িকা।
চার বছর বয়েসে শিশু শিল্পী হিসেবে সিনেমা জগতে পা রাখা। শুরুটা তামিল ছবি ১৯৬৯-য়ে থুনাইভান দিয়ে। তারপর পোমপাট্টা, নাম নাদু, বাবু, বালা ভারতম। দক্ষিণী সিনেমায় দাপটে অভিনয়। কন্নড়, তামিল, মালয়ালম, তেলুগু। অভিনয় করেছেন দাপটের সঙ্গে। জয়ললিতার সঙ্গেও ৩টি ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন শ্রীদেবী।
এবার বলিউডে পা রাখা। সেটা ৬ বছর পরে। তবে সহ অভিনেতা হিসেবে। জুলিতে। আর একক নায়িকা হিসেবে সোলভা সাওন ছবিতে অভিনয় দিয়ে শুরু। যেন এলেন, দেখলেন, জয় করলেন। শ্রীদেবীর অভিনয়ে মাত দেশবাসী। পুরুষরা পেলেন নতুন হার্টথ্রব। রূপ কি রানি। জিতেন্দ্রর সঙ্গে হিম্মতওয়ালা। নয়নো মে স্বপ্নায় ডুবল সবাই। সব মিলিয়ে ১৬টা ছবি। হিট ১৩টা।
অনিল কাপুরের সঙ্গে মিস্টার ইন্ডিয়া। হাওয়া হাওয়াইতে মজল দেশ। অভিনীত সাংবাদিকের চরিত্র প্রশংসা কুড়োল সব জায়গায়
১৯৮৪-তে তোফা বছরের সবচেয়ে বড় হিট। ফিল্মফেয়ার ম্যাগাজিনের কভার গার্ল হলেন শ্রীদেবী। থামানো যায়নি ভারতীয় সিনেমার মহিলা সুপারস্টারকে। চাঁদনি, সদমা, চালবাজ, লাডলা, নাগিন, খুদা গাওয়া, লমহে। একের পর এক হিট।
১৯৯৭-তে অনিল কাপুরের সঙ্গে জুদাই। এরপর ১৫ বছরের লম্বা গ্যাপ। ২০১২-তে আবার ফেরা চেনা জায়গায়। তখন অবশ্য পুরো সংসারী হয়ে। পরিস্থিতি পাল্টেছে। এসেছে অনেক নতুন মুখ। কিন্তু যাঁদের অভিনয়ে ক্যারিশমা ছোটে, তাঁরা অন্যদের খবর রাখেন না। এরমাঝে অবশ্য বেশ কয়েকটি টিভি শো-তে এসেছেন শ্রীদেবী। ইংলিশ ভিংলিশে অভিনয় সবার মন ছুঁয়ে গেল। সমালোচকরাও মুখ লুকোতে বাধ্য হলেন।
তারপর আবার গ্যাপ। ফিরলেন নওয়াজউদ্দিন সিদ্দিকর সঙ্গে। মম ছবিতে। সেখানেও দাপট দেখালেন নিজস্ব স্টাইলে। বুঝিয়ে দিলেন, কামব্যাকটা ফ্যালনা নয়
জিরোতে শাহরুখের সঙ্গে শ্যুটিং করেছিলেন। শেষটাই শেষ অভিনয়। ডিসেম্বরে মুক্তি পাবে ছবি। কিন্তু তার আগেই যে চাঁদের দেশে পাড়ি দিয়েছেন চাঁদনি।আন্তর্জাতিক মিডিয়া তাঁকে কখনও মেরিল স্ট্রিপ, কখনও অড্রি হেপবার্নের সঙ্গে তুলনা করেছে। কিন্তু শ্রীদেবী ছিলেন স্বতন্ত্র। একদম রূপ কি রানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।