• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • আগামীকাল মুম্বইয়ে শ্রীদেবীর শেষকৃত্য

আগামীকাল মুম্বইয়ে শ্রীদেবীর শেষকৃত্য

অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখেই অকাল প্রয়াণ বলিউডের এক টুকরো চাঁদের ৷

অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখেই অকাল প্রয়াণ বলিউডের এক টুকরো চাঁদের ৷

অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখেই অকাল প্রয়াণ বলিউডের এক টুকরো চাঁদের ৷

 • Share this:

  #মুম্বই: অলভিদা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন বলিউডের শ্রীদেবী ৷ ২৪ ফেব্রুয়ারি রাতে চাঁদনির এক চিলতে আলো না রেখেই অকাল প্রয়াণ বলিউডের এক টুকরো চাঁদের ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সেই অকাল প্রয়াণ শ্রীদেবীর ৷ বুধবার মুম্বইয়েই বলিউড ডিভার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ দুপুর সাড়ে ৩ টে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হবে শ্রীদেবীর ৷

  মুম্বই সেলিব্রেশন ক্লাবে রাখা থাকবে মরদেহ কাল সকাল ৯.৩০-১২.৩০টা রাখা থাকবে মরদেহ সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা দুপুর ২টোয় সেলিব্রেশন ক্লাব থেকে শেষযাত্রা ৩.৩০-এ শেষ হবে শেষযাত্রা মুম্বইয়ের ভিলে পার্লে অভিনেত্রীর শেষকৃত্য ৩.৩০-এর পর শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর

  মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী ৷ সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও তাঁর ছোট মেয়ে খুশি। সেখানেই এমন অঘটন ৷ বিয়ে অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে শৌচালয়ে যান তিনি ৷ ফরেন্সিক রিপোর্ট ও দুবাই পুলিশের তদন্ত অনুযায়ী, বাথটবে জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর ৷

  দুবাই পুলিশের সদর দফতরে শ্রীদেবীর দেহ নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ময়নাতদন্তের পরই পরিবারের হাতে হস্তান্তরিত করা তাঁর দেহ ৷ মঙ্গলবার রাতে প্রাইভেট জেটে দুবাই থেকে মরদেহ আনা হবে মুম্বইয়ে ৷ বুধবারই প্রিয় শহর মুম্বইতেই হবে বলিউড সুপারস্টার শ্রীদেবীর শেষকৃত্য ৷ প্রিয় তারকার অকাল প্রয়াণের খবরে সকাল থেকেই লোখন্ডওয়ালায় শ্রীদেবীর বাড়িতে ভিড় জমিয়েছেন অগণিত ভক্ত ৷ বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা৷

  First published: