• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বাঙালি বউয়ের সাজে শ্রীদেবী, ছবি ভাইরাল

বাঙালি বউয়ের সাজে শ্রীদেবী, ছবি ভাইরাল

Facebook

Facebook

বলিউডে ছিল জোর গুঞ্জন ৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে ভরপুর প্রেমে মজেছিলেন শ্রীদেবী ৷

 • Share this:

  #মুম্বই: বলিউডে ছিল জোর গুঞ্জন ৷ মিঠুন চক্রবর্তীর সঙ্গে ভরপুর প্রেমে মজেছিলেন শ্রীদেবী ৷ এমনকী, মন্দিরে গিয়ে নাকি বিয়েও হয়েছিল তাঁদের ৷ শোনা যায়, তখন নাকি যোগিতা বালির সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন মিঠুন চক্রবর্তী ৷ প্রথম সন্তান মিমো ছিলেন খুব ছোট ৷ কিন্তু শ্রীদেবীর প্রেম তখন বুঁদ মিঠুন ৷ শ্রীদেবীও প্রেম কাতর ৷

  Facebook Facebook

  জানা যায়, যোগিতা বালি ও সন্তানদের ছেড়ে সারা জীবনের জন্য হাত ধরতে কিছুতেই রাজি ছিলেন না মিঠুন৷ আর অন্যদিকে শ্রীদেবী মিঠুনকে সময় দিয়েছিলেন মাত্র ৭২ ঘণ্টা ৷ এরপর যা ঘটে, তা প্রায় সবাই জানে ৷ মিঠুন আটকে পড়েন সংসারে ৷ আর শ্রীদেবী নিশ্চুপে সরে যান সম্পর্ক থেকে ৷

  bbb

  বাঙালি বউ হওয়া আর উঠল না বলিউডের চাঁদনি-র ৷ তবে যখনই সুযোগ পেয়েছেন তখনই কাছাকাছি এসেছেন বাঙালি সংস্কৃতির ৷ তাই তো দুর্গাপুজোর সময়ও তাঁতের শাড়ি, সিঁথিতে সিদূর বরে মায়ের বন্দনায় মেতে উঠতেন শ্রী ! তবে পিঠে সিঁদূর নিয়ে লিখতেন বনি কাপুর ৷

  শ্রীদেবীর অকাল প্রয়াণে পর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হল সেই দুর্গাপুজোর ছবি ৷ শ্রীদেবীর সেই ছবির মধ্যেই যেন উঁকি দিল এক বাঙালি বউ !

  First published: