Home /News /entertainment /
ফের মা হতে চলেছেন শ্রীদেবী !

ফের মা হতে চলেছেন শ্রীদেবী !

বহুদিন পরে বলিউডের পর্দায় ফিরে এসেছিলেন শ্রীদেবী ৷ ছবির নাম ইংলিশ ভিংলিশ ৷

 • Share this:

  #মুম্বই: বহুদিন পরে বলিউডের পর্দায় ফিরে এসেছিলেন শ্রীদেবী ৷ ছবির নাম ইংলিশ ভিংলিশ ৷ ছবিতে এক মায়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রীদেবীকে ৷ যে একাই পাড়ি দেয় বিদেশে ৷ সেখানে গিয়ে শিখতে শুরু করে ইংরেজি ৷ ছবি বক্স অফিসে তুলেছিল তুমুল ঝড় ৷ কামব্যাক ফিল্মে শ্রীদেবী প্রমাণ করেছিলেন, তিনি এখনও একাই একশো ৷

  sri

  শ্রীদেবী ফের আসতে চলেছেন সিনেমায় ৷ এবারও সেই মায়ের চরিত্রেই ৷ ছবির নাম ‘মম’ ৷ ছবির পরিচালক রবি উদয়বার ৷ ছবিতে শুধু শ্রীদেবী নয় ৷ দেখা যাবে নওয়াজুদ্দিন সিদ্দিকি ও অক্ষয় খান্নাকে ৷

  ‘মম’ ছবির পোস্টার ট্যুইটারে শেয়ার করে শ্রীদেবী লিখলেন, ‘যখন এক মহিলাকে চ্যালেঞ্জ দেওয়া হয় ৷’ ছবিটি মুক্তি পাবে ১৪ জুলাই ৷

  First published:

  Tags: Bollywood, MOM, Movie, Sridevi

  পরবর্তী খবর