Home /News /entertainment /
মিস হাওয়া-হাওয়াই... বলিউডের তিনিই ডান্সিং ক্যুইন

মিস হাওয়া-হাওয়াই... বলিউডের তিনিই ডান্সিং ক্যুইন

Youtube Grab

Youtube Grab

রূপ-গুণ মিলে মিশে একাকার ৷ আর তিনিই শ্রীদেবী ৷ অভিনয় থেকে নাচ, স্টাইল স্টেটমেন্টকে একেবারে নিজের হাতর মুঠোয় করে নিয়ে ছিলেন শ্রীদেবী ৷

 • Share this:

  #মুম্বই: রূপ-গুণ মিলে মিশে একাকার ৷ আর তিনিই শ্রীদেবী ৷ অভিনয় থেকে নাচ, স্টাইল স্টেটমেন্টকে একেবারে নিজের হাতর মুঠোয় করে নিয়ে ছিলেন শ্রীদেবী ৷ তাই তো বলিউডে ডিভা মানেই শ্রীদেবীর নাম প্রথম সারিতে আসতে বাধ্য ৷

  শ্রীদেবী ছিলেন বলিউডের ডান্সিং ক্যুইন ৷ ‘নাগিনা’র ম্যায় তেরি দুশমন হোক বা ‘মিস্টার ইন্ডিয়া’র হাওয়া হাওয়াই ৷ কিংবা চালবাজের কিসি কি হাত না আয়েগি ইয়ে লড়কি ৷ বলিউড নাচের ক্ষেত্রে নিজের এক আলাদা ঘরানা তৈরি করেছিলেন তিনি ৷ ‘নাকাবন্দি’ বা ‘গুরু’র ব্রেক ডান্স, অথবা লমহে, চাঁদনি ইন্ডিয়ান স্টাইল ৷ সবেতেই সাবলীল ছিলেন শ্রীদেবী ৷

  বলিডে সিঙ্গল কালার শিফন শাড়ির ট্রেন্ড শ্রী-র-এরই দৌলতেই ৷ কাঁটে নেহি কাঁটত-এর প্রতিটি ছন্দে তিনি দিয়েছেন ভিন্ন এক্সপ্রেশন. পরে এক সাক্ষাৎকারে সরোজ খান বলেছেন যে এই গানের রেন সিক্যুয়েন্স যখন শ্যুট করা হচ্ছিল তখন শ্রীদেবীর গা পুড়ে যাচ্ছে জ্বরে। তবু তিনি শ্যুটিং থমাননি. জ্বর গায়ে ভিজেই দিয়েছেন নিজের ১০০ পারসেন্ট. যার রিফলেকশন আমরা দেখতে পাই সেই গানে।

  কথায় আছে মেয়েদের বিয়ের দিনটা হয় খুব স্পেশ্যাল। সুখ-দুঃখের মিশেল। ছলকে পড়া আনন্দ, বাংধ ভাঙা দুঃখ। ডোলি রাখ দো কাহারো চুলবুলি শ্রীদেবী ফুটিয়ে তুলেছেন পাশের বাড়ির মেয়ের সব কটি অনুভূতি। তাঁকি তাঁকি আহ্বানে ফিরিয়ে তাঁকায়নি এমন কেউ নেই। খোলা চুল, ব্রাইট হলদে রং-এর শাড়ি তাঁর পিছে পিছে শুধু মিতওয়া কেন সক্কলে এক ডাকে চলে যেতে রাজি। মিঠুনের বাঁশির সুর হোক কিংবা জিতু জি-র আজ অ্যাভি ইহার হাতছানি। ল্যামলাইট নিজের দিকে টেনে নিয়েছেন শ্রীদেবী। এমনকী ইংলিশ-ভিংলিশ এও সরমাতি ঘবরাতি উইহ যখন পর্দায় এলেন, তাক লাগিয়ে দিলেন ৷ তিনি অনন্য, রূপ কি রানি যতই বলুক তিনি কারও হাতে আসবেন না, তবু দর্শক মনে শ্রীদেবী দেবী ছাড়া আর কিছু নয়। কালি ঘাটার চেয়েও তাঁর কাজল কালো চোখের দিব্যি।

  First published:

  Tags: Bollywood, Death, Sridevi

  পরবর্তী খবর