#কলকাতা: হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ শ্রাবন্তীই পেলেন ক্রাশের কাছ থেকে মেসেজ ! তা কে সেই ক্রাশ? আর কী মেসেজ পেলেন নায়িকা?
গপ্পোটা হল, গতকালই ৩৯-এ পা দিয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ৷ শাহিদের জন্মদিনে বলিউডের লোকজন থেকে শুরু করে তাঁর ফ্যানেরাও শাহিদকে উইশ করেছেন ৷
শাহিদের জন্মদিনে উইশ করেন শ্রাবন্তীও ৷ শাহিদকে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই ফরএভার ক্রাশ !’
তবে শ্রাবন্তীর এই বার্থ ডে উইশ কিন্তু নজর এড়ায়নি শাহিদের ৷ শাহিদ সময় করে শ্রাবন্তীকে জবাবও দেন ৷ উত্তরে শাহিদ লেখেন, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ !’
View this post on Instagram