#কলকাতা: হ্যাঁ, ঠিকই পড়েছেন ৷ শ্রাবন্তীই পেলেন ক্রাশের কাছ থেকে মেসেজ ! তা কে সেই ক্রাশ? আর কী মেসেজ পেলেন নায়িকা?
গপ্পোটা হল, গতকালই ৩৯-এ পা দিয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ৷ শাহিদের জন্মদিনে বলিউডের লোকজন থেকে শুরু করে তাঁর ফ্যানেরাও শাহিদকে উইশ করেছেন ৷
শাহিদের জন্মদিনে উইশ করেন শ্রাবন্তীও ৷ শাহিদকে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে মাই ফরএভার ক্রাশ !’
তবে শ্রাবন্তীর এই বার্থ ডে উইশ কিন্তু নজর এড়ায়নি শাহিদের ৷ শাহিদ সময় করে শ্রাবন্তীকে জবাবও দেন ৷ উত্তরে শাহিদ লেখেন, ‘থ্যাঙ্ক ইউ সো মাচ !’
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, News, Shahid Kapoor, Srabanti