কলকাতা : বিয়ের সাজে সালঙ্কারা বেশে নিজের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) ৷ স্পষ্টই বোঝা যাচ্ছে ফোটোশ্যুটের স্টিল শেয়ার করেছেন অভিনেত্রী ৷ ছবির উপরে দেওয়া আছে চিত্রগ্রাহক, মেক আপ শিল্পী, অলঙ্কর প্রস্ততকারী-সহ সকলের নাম ৷ কিন্তু তাতেও ভোলবার নন নেটিজেনরা ৷ ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে ট্রোলিং ৷
অনেকেই জানতে চেয়েছেন, তিনি কি আবার বিয়ে করছেন? একজন লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও৷’ কোনও কোনও নেটিজেন তো সরাসরি চতুর্থ বিয়ের শুভেচ্ছা জানিয়ে বসে আছেন ৷ এক নেটিজেন লিখেছেন, শ্রাবন্তী বউ সেজেই যাবেন, নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েই যাবেন ৷ অভিনেত্রীকে বিয়েপাগল বলতেও ছাড়েননি নেটিজেনরা ৷
শ্রাবন্তীর প্রথম স্বামী ছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাস ৷ তাঁদের ১৩ বছরের দাম্পত্যে ইতি পড়ে ২০১৬ সালে ৷ এর পর তিনি বিয়ে করেন মডেল তথা আলোকচিত্রী কৃষ্ণণ ব্রজকে ৷ সে বিয়ে ছিল মাত্র ১ বছরের জন্য ক্ষণস্থায়ী ৷ ২০১৯ সালে রোহন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী ৷
রোহন-শ্রাবন্তী দাম্পত্যের ফাটলও শিরোনাম হয়েছে দীর্ঘ দিন ৷ কিন্তু বিবাহবিচ্ছেদে বাধা এসেছে রোশনের তরফেই ৷ শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান তিনি, জানিয়েছেন সংবাদমাধ্যমে ৷ আদালতেও দ্বারস্থ হয়েছে তাঁদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে ৷ তবে সমালোচকদের ধারণা, বিচ্ছেদের পর খোরপোশের দায়িত্ব থেকে বাঁচতেই এই পথ নিয়েছেন তিনি ৷
এর পরও গুঞ্জন থেমে নেই অভিনেত্রীকে ঘিরে ৷ নির্বাচনে হারের পরও তিনি বিনোদন দুনিয়া এবং নেটমাধ্যমে বিরাজ করছেন স্বমিহমায় ৷ সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে তঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে ৷ তার মাঝে বধূবেশে ছবি শেয়ার করে ট্রোলিংয়ে বিদ্ধ হলেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee