কলকাতা : শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) ক্ষেত্রে ট্রোলিং নতুন কোনও ঘটনা নয় ৷ তবে পরস্থিতি এমনই, এ বার টিকা নেওয়ার ছবি শেয়ার করেও ট্রোলড হলেন অভিনেত্রী ৷ সম্প্রতি শ্রাবন্তী শেয়ার করেছেন তাঁর টিকা নেওয়ার ছবি ৷ সেখানে তিনি হাসিমুখে বাঁ হাতে টিকা নিচ্ছেন ৷ ডানহাত তুলে আছেন ‘ভিকট্রি’ চিহ্ন দেখিয়ে ৷ তর্জনী এবং মধ্যমা দেখিয়ে শ্রাবন্তী দেখাচ্ছেন জয়ের ‘ভি চিহ্ন’ ৷
ছবি শেয়ার করা মাত্র শুরু হয়ে গিয়েছে ট্রোলিং ৷ কোনও নেটিজেন লিখেছেন, ‘‘ভ্যাকসিন দেওয়া সত্যি সত্যিই চলছে নাকি ট্যাটু আঁকা চলছে, সিরিঞ্জটাকে পেনের মতো ধরে?’’ কারও প্রশ্ন, ‘‘দুটো আঙুল দেখিয়ে কী বোঝাতে চাইছেন? আর দুটো বিয়ে বাকি?’’ অনেকে আবার টেনে এনেছেন শ্রাবন্তীর আগের পোস্ট ৷ সেখানে নায়িকা পোস্ট করেছেন নিজের কান্নারত ছবি ৷
সেই প্রসঙ্গ টেনে এনে কোনও নেটিজেন প্রশ্ন করেছেন, ‘‘ ভ্যাকসিন নেওয়ার ভয়ে কি আগের পোস্টে কান্না করছিলে?’’ কেউ কেউ তো শ্রাবন্তীর ওই ক্রন্দনরত ছবি পোস্ট করেছেন মন্তব্যবাক্সে ৷ কোনও রসিক নেটিজেনের সরস মন্তব্য, ‘ভ্যাকসিন নিয়ে ফেসবুকে ছবি আপলোড না করলে অ্যান্টিবডি তৈরি হয় না’ ৷
কোনও নেটিজেন প্রশ্ন তুলেছেন মাস্ক নিয়েও ৷ কারণ ছবিতে শ্রাবন্তী এবং যিনি টিকা দিচ্ছেন তাঁদের কারওর মুখেই মাস্ক নেই ৷ তাই নেটিজেনের প্রশ্ন টিকাদাতা ও গ্রহীতা, দু’জনেই যখন মাস্কহীন, তখন কীসের বার্তা দিচ্ছেন আমজনতাকে? নেটিজেনের কথায় শ্রাবন্তী নিজে আগে সচেতন হন, তার পর যেন অন্যদের বলেন ৷ কারণ ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, সমাজের নিরাপত্তা ও কল্যাণের জন্য প্রত্যেকের টিকা নেওয়া উচিত ৷ ফলে এই ক্যাপশনের সঙ্গে মাস্কহীন উপস্থিতিতে তির্যক মন্তব্য ও কটাক্ষ উড়ে এসেছে ৷
গত কয়েক মাস ধরেই শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নেটিজেনদের একাংশের চর্চার বিষয় ৷ সেই ছবি ধরা পড়েছে টিকা নেওয়ার ক্ষেত্রেও ৷ অশ্লীল ইঙ্গিত উড়ে এসেছে শ্রাবন্তীর উদ্দেশে ৷ একাধিক বিয়ে নিয়েও কটূক্তি থেকে রেহাই পাননি নায়িকা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srabanti Chatterjee