#চেন্নাই: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম ৷ সম্প্রতি নিজেই এই খবর জানালেন ফেসবুকে ৷ ফেসবুকে একটি ভিডিও আপলোড করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন এসপি ৷
দক্ষিণী ছবি থেকে বলিউড ৷ এস পি বালসুব্রহ্মণ্যমের গান সঙ্গীতপ্রেমীদের কাছে প্রথম থেকেই সমাদর পেয়েছে ৷ বলিউডের বেশ কিছু নায়ক তো তাঁদের জন্য বেছেই নিয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যমকে ৷ যার মধ্যে সলমন খান একেবারে ওপরের তালিকায় ৷ সেই এস পি বালসুব্রহ্মণ্যমই এবার আক্রান্ত হলেন করোনায় ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus