হোম /খবর /বিনোদন /
করোনা ভাইরাসে আক্রান্ত জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম !

করোনা ভাইরাসে আক্রান্ত জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম !

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম ৷

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম ৷ সম্প্রতি নিজেই এই খবর জানালেন ফেসবুকে ৷ ফেসবুকে একটি ভিডিও আপলোড করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন এসপি ৷

দক্ষিণী ছবি থেকে বলিউড ৷ এস পি বালসুব্রহ্মণ্যমের গান সঙ্গীতপ্রেমীদের কাছে প্রথম থেকেই সমাদর পেয়েছে ৷ বলিউডের বেশ কিছু নায়ক তো তাঁদের জন্য বেছেই নিয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যমকে ৷ যার মধ্যে সলমন খান একেবারে ওপরের তালিকায় ৷ সেই এস পি বালসুব্রহ্মণ্যমই এবার আক্রান্ত হলেন করোনায় ৷ফেসবুকে একটি ভিডিও আপলোড করে এস পি বালসুব্রহ্মণ্যম লিখলেন, ‘কয়েকদিন ধরে শরীর ঠিক ভাল লাগছিল না ৷ অল্প বুক ব্যথা, সর্দি, লেগেই ছিল ৷ নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল ৷ তারপর পরীক্ষা করি ৷ আমি করোনা পজিটিভ ! ডাক্তারের পরামর্শে কোয়ারেন্টাইনে আছি...’
Published by:Akash Misra
First published:

Tags: Coronavirus