#চেন্নাই: প্রয়াত দক্ষিণী অভিনেত্রী উষা রানি ৷ বহু মালয়ালি এবং তামিল ছবিতে কাজ করেছেন তিনি ৷ প্রয়াত পরিচালক এন শঙ্করনের স্ত্রী উষা রানি রবিবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বিকেলে চেন্নাইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ৷ বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি ৷ তাঁর প্রয়াণে তাই শোকস্তব্ধ দক্ষিণী ফিল্মজগত ৷
View this post on Instagram
পৃথ্বীরাজ সুকুমারান, টোভিনো থমাসের মতো আরও অনেক মালয়েলি ফিল্ম জগতের তারকারা উষা রানির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই তামিল ও মালয়েলম সিনেমায় উষা রানির বিরাট অবদানের কথা উল্লেখ করেছেন ৷ পৃথ্বীরাজ সুকুমারান ইনস্টাগ্রামে উষা রানির ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘ ওঁর মৃত্যুতে শোকস্তব্ধ, ওঁর আত্মার শান্তি কামনা করি ৷ ’’
View this post on Instagramഉഷാറാണി ചേച്ചിയും ..... ആത്മശാന്തി 🙏🙏🙏 (കഴിഞ്ഞ വർഷം ജൂൺ മാസം ചേച്ചി വീട്ടിൽ വന്നപ്പോൾ......)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prithviraj Sukumaran, Usha Rani