#মুম্বই: প্রয়াত শ্রীদেবী ! অকালেই শ্রী-হীন হয়ে পড়ল ভারতীয় চলচ্চিত্র ৷ ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন বলিউডের সবাই ৷ সঙ্গে ট্যুইটারে শোকপ্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ ট্যুইট করে লিখলেন, ‘হতবাক ৷ শ্রীদেবী প্রয়াণের খবরটা পেয়ে ৷ দাদাগিরিতে এসেছিলেন তিনি ৷ সেখানেই শেষ দেখা ৷ বিশ্বাসই হচ্ছে না !’
‘মম’ ছবির প্রচারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিতে এসেছিলেন শ্রীদেবী ৷ খেলার মাঝে জানিয়ে ছিলেন অভিনয় জগতের নানা কথা ৷ এমনকী, জন্মদিনের কেকও কেটেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে রেখে ৷ দাদাগিরির সেটে লাল পেড়ে সাদা শাড়িতে সত্যিই রূপে রানি হয়ে উঠেছিলেন তিনি ৷ শ্রীদেবীর প্রয়াতে সেই রানি যুগের যেন পতন হল ৷ শোকাহত বলিউড মনে করছেন শ্রী-হীন হয়ে পড়ল গোটা ভারতীয় চলচ্চিত্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।