গত দুই সপ্তাহে মিঠাই এক নম্বরে জায়গা করে নিয়েছিল। কিন্তু এই সপ্তাহে ফের এক নম্বরে স্টার জলসার গাঁটছড়া। রেটিং পয়েন্ট ৭.৭। দুই নম্বরে উঠে এলো স্টার জলসার ধুলোকণা। তারপরে অবশ্য রয়েছে মিঠাই৷ কিন্তু কিছুটা হলেও মন খারাপ তো স্বাভাবিক৷ তাই কি ফেসবুক পোস্ট করলেন মিঠাই ওরফে সৌমিতৃষা?
আরও পড়ুন: দলনেত্রীর নির্দেশ, জাহাঙ্গিরপুরীতে আজ তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি
প্রতি সপ্তাহেই টিআরপি তালিকায় ওঠাপড়া লেগেই থাকে। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকায় নজরে এলো অদ্ভুত এক বিষয়। সব ধারাবাহিকের রেটিং পয়েন্টই বেশ কিছুটা কমে গেল। গত দুই সপ্তাহে মিঠাই এক নম্বরে জায়গা করে নিয়েছিল। কিন্তু এই সপ্তাহে ফের এক নম্বরে স্টার জলসার গাঁটছড়া। রেটিং পয়েন্ট ৭.৭। দুই নম্বরে উঠে এলো স্টার জলসার ধুলোকণা। রেটিং পয়েন্ট ৭.৫। তিন নম্বরে জায়গা করে নিয়েছে স্টার জলসার আলতা ফড়িং এবং জি বাংলার মিঠাই। দুটিরই রেটিং পয়েন্ট ৭.২। চার নম্বরেও দুটি ধারাবাহিক- স্টার জলসার অনুরাগের ছোঁয়া ও জি বাংলার গৌরী এলো। দুটিরই রেটিং পয়েন্ট ৭.১। পাঁচ নম্বরে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার ও উমা। দুটির রেটিং পয়েন্ট ৬.৪। ছয় নম্বরে জি বাংলার পিলু। রেটিং পয়েন্ট ৬.১। স্টার জলসার আয় তবে সহচরি রয়েছে সাত নম্বরে। এর রেটিং পয়েন্ট ৬। এর পরেই অর্থাৎ আট নম্বরে রয়েছে স্টার জলসার মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৫.৯।
আরও পড়ুন- মারকাটারি চেহারায় এষার শরীরী হিল্লোল! রাতের ঘুম উড়ল নেটিজেনদের
ফেসবুক পোস্টে একটি মিম শেয়ার করেছেন অভিনেত্রী৷ লিখেছেন, "ভাল কাজ করো, ফলাফল তোমার কাছে ফিরে আসবেই৷" সেই পোস্টের নীচে সকলেই ভালবাসা জানিয়েছেন৷ তবে অনুরাগীদের আশা, খুব শীঘ্রই আবার আগের জায়গায় ফিরে আসবে মিঠাই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।