#কলকাতা: করোনা ভাইরাসের জন্য দীর্ঘ সময় শ্যুটিং বন্ধ ছিল টলি পাড়ায়। লকডাউন হালকা হতেই প্রথম ছাড়পত্র মেলে শ্যুটিংয়ের। তবে তার জন্য সরকার থেকে অনেক নিয়ম বেঁধে দেওয়া হয়। সব রকম সর্তকতা মেনেই টলি পাড়ায় শ্যুটিং শুরু হয়। তবে এর পরই টলি পাড়ায় অনেকেই করোনা আক্রান্ত হন। কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী। কৃষ্ণকলি সিরিয়ালের নায়ক নীল ভট্টাচার্য, বিভানও করোনা আক্রান্ত হয়েছিলেন। শুধু টলিউড নয় বলিউডের অমিতাভ বচ্চন, অভিষেক, ঐশ্বর্য, আরাধ্যা, জেনেলিয়া সহ অনেকের শরীরেই করোনা ধরা পড়ে। এবার করোনা আক্রান্ত হলেন টলিউডের অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস।
টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিলি। কয়েকদিন আগেই তাঁকে 'বাবা লোকনাথ' সিরিয়ালে জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বাবা লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও টলি পাড়ার বহু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
করোনা আক্রান্ত হওয়ার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। অভিনেত্রী জানিয়েছেন, "আমি করোনা পজেটিভ। তবে আমার পরিবারের বাকি সদস্যরা নেগেটিভ। আমাকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। যারা ১২ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকেও সতর্ক থাকতে এবং টেস্ট করাতে অনুরোধ করছি। প্যানিক করবেন না। আমার খুব সামান্যই করোনা সিমটম্প ধরা পড়েছে।" এই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য দফতর, লোকাল কাউন্সিলর ও থানাকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baba Loknath, Covid ১৯, Soumili ghosh biswas