corona virus btn
corona virus btn
Loading

মুম্বই লোকালে ৪২০ টাকার পাসে বোরিভালি থেকে চার্চগেট , ভাইরাল সোনু সুদের 'স্ট্রাগল'

মুম্বই লোকালে ৪২০ টাকার পাসে বোরিভালি থেকে চার্চগেট , ভাইরাল সোনু সুদের 'স্ট্রাগল'

লকডাউনের নয়া হিরো সোনু সুদ ওরফে 'দাবাং'-এর 'ছেদি সিং'

  • Share this:

#মুম্বই: লকডাউনের নয়া হিরো সোনু সুদ ওরফে 'দাবাং'-এর 'ছেদি সিং'! বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকদের পাশে দেবদূত হয়ে দাঁড়িয়েছেন বলিটাউনের এই অভিনেতা! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা তাঁর নামকরণ করেছেন 'ইন্ডিয়াস রিয়াল হিরো', কেউ বা বলছেন 'ট্যুইটার হিরো' বা 'হোম মিনিস্টার'!

এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল ১৯৯৭ সালের মুম্বই লোকালের একটি পাসের ছবি! পাসের ছবিটি আর কারও নয়, তরুণ সোনু সুদের। অরবিন্দ পাণ্ডে নামে অভিনেতার এক অনুরাগী-ই এই ছবিটি প্রথম নেট দুনিয়ায় শেয়ার করেন! বলা বাহূল্য এখন সেটি ভাইরাল! পাসের ছবিটায় ভাল করে নজর দিতেই ঠাহর হয়, ১৯৯৭ সালের ৮ জুলাই ইস্যু করা হয়েছিল সেটি, বৈধ ছিল ১৯৯৮-এর মার্চ পর্যন্ত। বসানো রয়েছে ওয়েস্টার্ন রেলের শিলমোহর! সেই সময় সোনুর বয়স ছিল মাত্র ২৪। বোরিভালি থেকে চার্চগেট যাতায়াত করতে ৪২০ টাকার বিনিময়ে সেই পাস করিয়েছিলেন তিনি। সোনুর ফ্যান এই ছবিটি শেয়ার করে লিখেছেন, '' যে মানুষটা নিজে জীবনে স্ট্রাগল করেছেন, সেই একমাত্র অপরের লড়াইয়ের কষ্টটা বুঝতে পারে।''

সোনু নিজের টুইটার হ্যান্ডেল থেকে এই টুইটটি শেয়ার করে লিখেছেন, 'লাইফ ইজ আ সার্কেল' অর্থাৎ জীবন একটা বৃত্ত!  
Published by: Rukmini Mazumder
First published: May 29, 2020, 8:49 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर