#মুম্বই: করোনার প্রকোপ বেড়েই চলেছে গোটা বিশ্বে ৷ করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছেই ৷ এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজ্যে কাজ করা পরিযায়ী শ্রমিকেরা৷ এই বিপর্যয়ে কর্মস্থল থেকে বাড়িতে ফেরার জন্য অনেকেই পাচ্ছেন না সঠিক পরিবহণ ৷ অনেকে তো পায়ে হেঁটেই অতিক্রান্ত করছেন লম্বা রাস্তা ৷
শ্রমিকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়ে বাস্তবের হিরোর পরিচয় দিলেন পর্দার নায়ক সোনু সুদ ৷ স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন তিনি ৷ অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নায়ককে যোগাযোগ করছেন বাড়ি ফেরার জন্য ৷
তবে এবার শ্রমিক ভাই-বোনদের সুবিধার্থে সোশ্যাল মিডিয়াতেই সোনু শেয়ার করলেন ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর ৷ যেখানে যোগাযোগ করলেই শ্রমিকেরা দ্রুত বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছেন সোনু ৷
তথ্য শেয়ার করে সোনু লিখলেন, ‘নমস্কার ৷ আমি আপনাদের বন্ধু সোনু সুদ বলছি ৷ আমার প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা, যদি আপনারা মুম্বইতে আটকে থাকেন এবং নিজের বাড়িতে ফিরে যেতে চান ৷ তাহলে ১৮০০১২১৩৭১১ নম্বরে ফোন করুন ৷ অথবা আপনার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান ৷ হোয়াটসঅ্যাপ নম্বর ৯৩২১৪৭২১১৮ ৷ সঙ্গে জানান আপনারা কতজন লোক, কোথা থেকে কোথায় যেতে চান ৷ আমাদের টিম আপনাদের যত সম্ভব সাহায্য করবে ৷ ধন্যবাদ’ ৷
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর কারণে সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ এখন দারুণ জনপ্রিয় ৷ অনেকে তো সোনু সুদকে নাম দিয়েছেন দ্য রিয়েল হিরো ৷ এমনকী, শোনা যাচ্ছে বিহারের কয়েকজন যুবক সোনু সুদের মূর্তি তৈরি করতেও আগ্রহ প্রকাশ করেছে ৷
রইল সোনু সুদের পোস্ট---
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।