হোম /খবর /বিনোদন /
৪ মাসের শিশুর হার্ট অপারেশন, সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ

৪ মাসের শিশুর হার্ট অপারেশন, সাহায্যের জন্য এগিয়ে এলেন সোনু সুদ

ফের ‘মসিহা’ অবতারে অবতীর্ণ হলেন বলিউড নায়ক সোনু সুদ৷ তেলেঙ্গনার এক ৪ মাসের শিশুর হার্ট অপারেশনে সাহায্য করে ফের দেশবাসীর মন জয় করে ফেললেন সোনু !

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: ফের ‘মসিহা’ অবতারে অবতীর্ণ হলেন বলিউড নায়ক সোনু সুদ৷ তেলেঙ্গনার এক ৪ মাসের শিশুর হার্ট অপারেশনে সাহায্য করে ফের দেশবাসীর মন জয় করে ফেললেন সোনু !

খবর অনুযায়ী, ৪ মাসের ছোট্ট সূর্য-র হঠাৎই হৃদপিণ্ডের সমস্যা ধরা পড়ে ৷ সূর্যের বাবা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হার্ট সাজার্রির কথা বলেন৷ যার জন্য খরচা পড়বে প্রায় ৭ লাখ টাকা ! সূর্যের বাবা অদ্বৈত বাবু সামান্য এক ক্যুরিয়র কোম্পানিতে চাকরি করে ৷ ছোট্ট ছেলের অপারেশনের জন্য এই টাকা জোগাড় করাটা প্রায় অসম্ভব তাঁর ৷ ঠিক তখনই গ্রামের লোক সোনু সুদকে ট্যুইট করে গোটা ঘটনাটি জানানোর কথা বলেন ৷ গ্রামের লোকের কথা শুনে সূর্যের বাবা ট্যুইট করায়, প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইটের উত্তর দেন সোনু ৷ট্যুইটে সোনু জানিয়েছেন, তিনি ছোট্ট সূর্যের পাশে আছেন ৷ তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি ততটা সাহায্য করবেন ৷ অন্যদিকে, গ্রামের মানুষও ছোট্ট সূর্যের চিকিৎসার জন্য প্রায় ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন ৷
করোনা কারণে লকডাউন হওয়ার পর থেকেই বলিউডের ছবিতে বেশিরভাগ খলনায়কের চরিত্রে অভিনয় করা সোনু-র একেবারে অন্য অবতার দেখেন দেশবাসী ৷ যেভাবে তিনি পরিযায়ী শ্রমিকদের সাহায্য-র জন্য এগিয়ে এসেছিলেন, তা সত্যিই প্রশংসনীয় ৷ তাই তো সোনু সুদ রীতিমতো ‘মসিহা’ অবতার দেশবাসীর কাছে ৷সম্প্রতি লকডাউনে তাঁর এই অভিজ্ঞতা নিয়ে একটি বইও প্রকাশিত হয়েছেন ৷ যাঁর নাম আই অ্যাম নট মসিহা ! এই বইতে উঠে এসেছে সোনুর মসিহা হওয়ার পুরো গল্প ৷
Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, Sonu Sood