#হায়দরাবাদ: ফের ‘মসিহা’ অবতারে অবতীর্ণ হলেন বলিউড নায়ক সোনু সুদ৷ তেলেঙ্গনার এক ৪ মাসের শিশুর হার্ট অপারেশনে সাহায্য করে ফের দেশবাসীর মন জয় করে ফেললেন সোনু !
খবর অনুযায়ী, ৪ মাসের ছোট্ট সূর্য-র হঠাৎই হৃদপিণ্ডের সমস্যা ধরা পড়ে ৷ সূর্যের বাবা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হার্ট সাজার্রির কথা বলেন৷ যার জন্য খরচা পড়বে প্রায় ৭ লাখ টাকা ! সূর্যের বাবা অদ্বৈত বাবু সামান্য এক ক্যুরিয়র কোম্পানিতে চাকরি করে ৷ ছোট্ট ছেলের অপারেশনের জন্য এই টাকা জোগাড় করাটা প্রায় অসম্ভব তাঁর ৷ ঠিক তখনই গ্রামের লোক সোনু সুদকে ট্যুইট করে গোটা ঘটনাটি জানানোর কথা বলেন ৷ গ্রামের লোকের কথা শুনে সূর্যের বাবা ট্যুইট করায়, প্রায় সঙ্গে সঙ্গেই ট্যুইটের উত্তর দেন সোনু ৷It’s an urgent surgery. Surgery is confirmed for tomorrow @InnovaHeart Hospital. Dr. Kona Samba Murthy @konasambamurthy will take good care. All The Best & wishing the kid a speedy recovery. @IlaajIndia https://t.co/LWYHXROaFt
— sonu sood (@SonuSood) November 11, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।