#মুম্বই: এর থেকে বড় উপহার যেন কিছু হতেই পারে না ৷ মানুষের ভালবাসা তো সব দামী উপহারের থেকে অনেক অনেক বড় ! সেটাই যেন চোখের ওপর সাক্ষী করলেন বলিউড অভিনেতা ও পরিযায়ী শ্রমিকের মসিহা সোনু সুদ !
সম্প্রতি কপিল শর্মা শোতে হাজির হয়েছিলেন সোনু সুদ ৷ সেখানেই কথা কথায় পরযায়ী শ্রমিকের কথা ওঠায়, রীতিমতো ইমোশনাল হয়ে পড়লেন সোনু ৷ শোয়ের মাঝেই চোখের জলে ভাসলেন অভিনেতা ৷
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের কারণে বিপাকে পড়েন দেশের নানা প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকেরা ৷ এই অবস্থায় অনেকেই বাড়ি ফেরার জন্য মাইলের পর মাইল রাস্তা হাঁটতে শুরু করেন ৷ বিপাকে পড়ে বহু মানুষ মৃত্যুর কোলেও ঢলে পড়েন ৷ ঠিক সেই সময় মসিহার মতোই এগিয়ে এলেন সোনু সুদ ৷ পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন অভিনেতা ৷ তৈরি করলেন টিম ৷ বাস, ট্রেন, গাড়িতে হাজার হাজার শ্রমিককে পাঠালেন নিজের নিজের বাসস্থানে৷ প্লেনে করে এক ডজন ছাত্র-ছাত্রীদেরও বাড়িতে পাঠিয়েছেন তিনি ৷ এত উপকারের পরে, যদি শ্রমিকেরা তাঁকে ধন্যবাদ জানান, মন থেকে আর্শীবাদ করেন, তাহলে তো চোখের জল আটকানো খুবই কঠিন !
আর তাই তো শো-চলাকালীনই কেঁদে ফেললেন সোনু সুদ ৷ সবাইকে জানালেন, ‘এটা আমার কর্তব্য’ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood