corona virus btn
corona virus btn
Loading

ফের বিতর্কে সোনু নিগম, ট্যুইটারে পোস্ট করলেন ‘আজান’

ফের বিতর্কে সোনু নিগম, ট্যুইটারে পোস্ট করলেন ‘আজান’

‘আজান’ বিতর্ককে ফের উসকে দিলেন সোনু নিগম ৷ রবিবার সকালে ট্যুইটারে পোস্ট করলেন ‘আজান’-এর ভিডিও ৷

  • Share this:

#মুম্বই: ‘আজান’ বিতর্ককে ফের উসকে দিলেন সোনু নিগম ৷ রবিবার সকালে ট্যুইটারে পোস্ট করলেন ‘আজান’-এর ভিডিও ৷ আর লিখলেন গুডমর্নিং ইন্ডিয়া !

গত সোমবার সকাল থেকেই বলিপাড়ায় শুরু হল নতুন বিতর্ক ৷ না কোনও নায়ক বা নায়িকাকে নিয়ে নয়, এবার বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম ৷ বিতর্কে জড়ালেন একটি ট্যুইটের মধ্যে দিয়েই৷

সোমবার সোনু নিগম লিখলেন, ‘মুসলিম নই ৷ তবুও আজান শুনে জাগতে হয় ৷ মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি !’

সোনু নিগমের এই ট্যুইট ঘিরে গোটা ট্যুইটারে বিতর্কে ঝড় উঠেছে ৷ নানা মহলের মানুষই সোনু নিগমের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷

সোনু নিগমের ‘আজান’ ট্যুইট ঘিরে বিতর্ক থেমেও যেন থামছে না ৷ গত বুধবার সকাল থেকে এই বিতর্কে যেন পড়ল বারুদ ৷ সোনু নিগমের বিরুদ্ধে মৌলবী ঘোষণা করল ফতোয়াও ! সোনুর মাথা ন্যাড়া করে জুতোর মালা পড়ালে ১০ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হল ৷

এই ফতোয়ার জবাব দিতে মুম্বইয়ে বুধবার সাংবাদিক বৈঠক ডাকেন সোনু নিগম ৷ নিজের নামে ফতোয়া জারি হওয়ার সমালোচনা করে, সোনু জানান, ‘আমি তৈরি ৷ আসুন আমাকে ন্যাড়া করুন !’

বুধবার সাংবাদিক বৈঠকে সোনু নিগম জানান, ‘আমার ট্যুইটকে ভুলভাবে ব্যাখা করা হয়েছে ৷ অন্য মানে দেওয়া হয়েছে ৷ মতপ্রকাশের অধিকার সবার আছে ৷ আমি নাস্তিক নই ৷ আমি মুসলিম বিরোধী নই ৷ আমি কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি ৷ আমার মন্তব্যে কেউ ব্যথিত হলে আমি দুঃখিত ৷ আমি হিন্দুত্ববাদী নই, নাস্তিকও নই ৷ আমি কোনও চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি না আমার মন্তব্যের মধ্যে দিয়ে ৷’

‘আজান’ নিয়ে ট্যুইট করে বেশ বিপদেই পড়েছেন সোনু নিগম ৷ এবার মুম্বই ছেড়ে এই বিতর্ক এসে পড়ল পশ্চিমবঙ্গের মাটিতেও ৷ এ রাজ্যের মাইনোরিটি ইউনাইটেড কাউন্সিলের সহ-সভাপতি সৈয়দ শাহ আতিফ আলি আল কুদেরি, সোনুর মাথা কামিয়ে, জুতোর মালা পরে ঘোরালে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি৷

First published: April 23, 2017, 3:08 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर