• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • এবার নতুনভাবে বন্ধুত্বের গল্প বলবেন অর্পণা সেন

এবার নতুনভাবে বন্ধুত্বের গল্প বলবেন অর্পণা সেন

অনেকদিন পরে ফের বড়পর্দায় পরিচালক হিসেবে ফিরছেন অপর্ণা সেন৷ ছবির নাম ‘সোনাটা’ ৷

অনেকদিন পরে ফের বড়পর্দায় পরিচালক হিসেবে ফিরছেন অপর্ণা সেন৷ ছবির নাম ‘সোনাটা’ ৷

অনেকদিন পরে ফের বড়পর্দায় পরিচালক হিসেবে ফিরছেন অপর্ণা সেন৷ ছবির নাম ‘সোনাটা’ ৷

 • Share this:

  #কলকাতা: অনেকদিন পরে ফের বড়পর্দায় পরিচালক হিসেবে ফিরছেন অপর্ণা সেন৷ ছবির নাম ‘সোনাটা’ ৷ আর এই নতুন ছবিতেও নিজের গল্প বলার শৈলিকেই সঙ্গে রেখেছেন তিনি ৷

  ৩৬ চৌরঙ্গী লেন, পরমা, সতী কিংবা পারমিতার একদিন বা মিস্টার এন্ড মিসেস আয়ার ৷ অপর্ণা সেনের তৈরি প্রতিটি ছবিতেই কেন্দ্রীয় বিষয় ছিল অসম বন্ধুত্ব। কখনও অসম বয়স, কখনও গাছের সঙ্গে মানুষ, কখনও অসম ধর্ম ৷ এমনকী, জাপানিজ ওয়াইফ-এ এক গ্রামের বাঙালি স্কুল শিক্ষকের সঙ্গে জাপানের অচেনা তরুণীর বন্ধুত্বের গল্পও দেখিয়েছেন তিনি।

  ‘সোনাটা’ ছবিতে তিনজন সম বয়সী মহিলার বন্ধুত্বের গল্প। পুরনো ছবির নিয়ম মেনে এখানেও হয়তো অসমতা উঠে আসবে তিন বন্ধুর গল্পেতে ৷ কারণ, অসম না হলে তো সোনাটা সুর বাজবে না !

  অপর্ণা সেনের এই ছবিতে অভিনয় করেছেন শাবনা আজমি, অপর্ণা সেন, ইরা দুবে-র মতো অভিনেতারা ৷ দেখুন ছবির ট্রেলার ৷

  First published: