• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ৩৫-এ সোনম, বরকে সঙ্গে নিয়ে জন্মদিনে ছবি পোস্ট অনিল কন্যার

৩৫-এ সোনম, বরকে সঙ্গে নিয়ে জন্মদিনে ছবি পোস্ট অনিল কন্যার

এই করোনা পরিস্থিতির মধ্যে জমজমাট জন্মদিনের পার্টিতে মেতে উঠলেন সোনম, আনন্দ ও কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা ৷

এই করোনা পরিস্থিতির মধ্যে জমজমাট জন্মদিনের পার্টিতে মেতে উঠলেন সোনম, আনন্দ ও কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা ৷

এই করোনা পরিস্থিতির মধ্যে জমজমাট জন্মদিনের পার্টিতে মেতে উঠলেন সোনম, আনন্দ ও কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা ৷

 • Share this:

  #মুম্বই: লকডাউনের ঠ্যালায় প্রায় দু’মাস ধরে শ্বশুর বাড়িতে আটকে ছিলেন অনিল কন্যা অভিনেত্রী সোনম কাপুর ৷ অবশেষে, স্বামীর ঘর থেকে ছাড়া পেয়ে বাপের বাড়ি এলেন সোনম ৷ নিজের ৩৫ বছরের জন্মদিন পালনের জন্যই বাপের বাড়ি আসার সুযোগ করে নিলেন সোনম ৷ তবে তিনি একা নয়, তাঁর সঙ্গে এসেছেন বর আনন্দ আহুজাও ৷ আর এই করোনা পরিস্থিতির মধ্যে জমজমাট জন্মদিনের পার্টিতে মেতে উঠলেন সোনম, আনন্দ ও কাপুর পরিবারের অন্যান্য সদস্যরা ৷

  সোনমের বার্থডে পার্টির পুরো প্ল্যানিং আগে থেকেই করে ফেলেছিলেন বোন রিয়া কাপুর ও স্বামী আনন্দ আহুজা ৷ কেক থেকে শুরু করে বার্থডে ডেকরেশন, সবই ছিল সোনমের জন্য সারপ্রাইজ ৷ আর তাই তো রাত ১২ টা বাজতেই যেই না বার্থডে সেলিব্রেশন শুরু, সোনমও নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখে ফেললেন, বরকে নিয়ে প্রেমের কথা ! তা কী লিখলেন সোনম? বর আনন্দ আহুজার সঙ্গে ছবি পোস্ট করে সোনম লিখলেন, ‘সেরা বর তুমি ৷ তুমি পাশে থাকলে সব সম্ভব ৷ আমার প্রত্যেক জন্মদিনের সেরা উপহার তুমিই !’ দেখুন সোনমের পোস্ট---
  Published by:Akash Misra
  First published: