মুম্বই : সবে কাটল বোনের বিয়ে ৷ ফের পারিবারিক মিলনোৎসবে ফ্রেমবন্দি সোনম কপূর (Sonam Kapoor) ৷ সম্প্রতি তাঁকে দেখা গেল বৌদি অন্তরার সাধভক্ষণ অনুষ্ঠানে ৷ হাল্কা পিচরঙা ফিউশন পোশাকের সঙ্গে সোনম পরেছিলেন মানানসই জমকালো গয়না ৷ বরাবরের মতো নায়িকার শৌখিনতা এ বারও বন্দিত ৷
সোনমের পিসি রীনার পুত্রবধূ অন্তরা ৷ সন্দীপ ও রীনার ছেলে মোহিতের সঙ্গে অন্তরার বিয়ে হয় ২০১৮ সালে ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর৷ অন্তরা সম্পর্কে টিনা অম্বানীর আত্মীয়া ৷ ‘গোদভরাই’ উপলক্ষে অন্তরাকে অভিনন্দন জানিয়েছেন সোনম-সহ পরিবারের বাকি মহিলারা ৷
সোনম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনি কপূরের প্রথম পক্ষের ছেলে অর্জুন ও মেয়ে অংশুলা ৷ আমন্ত্রিত ছিলেন বনি ও শ্রীদেবীর দুই কন্যাও ৷ তবে খুশিকে দেখা গেলেও থাকতে পারেননি জাহ্নবী ৷ আনন্দ অনুষ্ঠানে সোনমরা মিস করেছেন হর্ষবর্ধন কপূরকেও ৷ সদ্য বিবাহিত রিয়াও অবশ্য যোগ দিতে পারেননি এই অনুষ্ঠানে ৷
প্রসঙ্গত ৩৭ বছর বয়সি মোহিত নিজেও একজন অভিনেতা ৷ ২০১৪ সালে তিনি প্রথম অভিনয় করেন শকুন বাত্রার ছবি ‘স্ট্রেঞ্জারস ইন দ্য নাইট’-এ ৷ এর পর মোহিত সূরির মিউজিক ভিডিয়ো ‘লমহেঁ’-এর দৌলতে তিনি নজর কেড়ে নেন ৷ অভিনয় করেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘লভ শটস-দ্য বিগ ডেট’-এও ৷ হিন্দি সিনেমায় মোহিতকে প্রথম দেখা যায় ২০১৪ সালে ৷ মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘ফগলী’ ৷ তিন বছর পর তিগমাংশু ধুলিয়ার ‘রাগ দেশ’ ছবিতে তিনি অভিনয় করেন কর্নেল প্রেম সেহগলের চরিত্রে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anil kapoor, Sonam Kapoor