#মুম্বই: মালাইকা অরোরা-অর্জুন কাপুরের বিয়ে নিয়ে এখন জোর জল্পনা বলিউডে৷ কিন্তু গোটা বলিউড উৎসাহী হলেও সম্পর্কে একেবারেই মত নেই অর্জুনের তুতো বোন সোনম কাপুরের৷ সম্প্রতি একটি ঘটনার পর থেকে নাকি আরও বেঁকে বসেছেন সোনম৷
সম্প্রতি একটি পার্টিতে নাকি নিজেকে সামলাতে পারছিলেন না মদ্যপ মালাইকা৷ সোনম এগিয়ে যান হবু বৌদিকে সাহায্য করতে৷ কিন্তু খুশি হওয়ার বদলে মালাইকা নাকি বেশ রেগে গিয়ে বাধা দেন সোনমকে৷ কড়া ভাষায় দুকথা শুনিয়েও দেন৷ এরপর থেকেই মালাইকার প্রতি অপছন্দ আরও বেড়ে গিয়েছে সোনমের৷ কোনও ভাবেই আর এই সম্পর্ক পছন্দ করছেন না তিনি৷
তবে সোনমের আপত্তি থাকলেও শোনা যাচ্ছে বিয়েতে মত দিয়েছেন বনি কাপুর, অনিল কাপুর দুজনেই৷ সব ঠিক থাকলে এপ্রিলেই চার হাত এক হতে চলেছে৷ শোনা যাচ্ছে সাদামাঠা ক্রিশ্চান ওয়েডিং-এর পর গ্র্যান্ড রিসেপশন দেবেন মালাইকা-অর্জুন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun kapoor, Malaika Arora, Sonam Kapoor