মুম্বই : বাবার জন্য স্কুল ছাড়তে চেয়েছিলেন সোনাক্ষী সিনহা (SONAKSHI SINHA )৷ সম্প্রতি এক রেডিয়ো শো-এ এ কথা বলেছেন অভিনেত্রী ৷ কথায় কথায় তিনি ফিরে গিয়েছেন শৈশবে ৷ তাঁর মনে পড়েছে শত্রুঘ্ন সিনহা মন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে স্কুল পর্যন্ত যেত নিশ্ছিদ্র নিরাপত্তাবাহিনী ৷ সোনাক্ষীর এটা একদমই ভাল লাগত না ৷ বার বার মাকে বলতেন, নিরাপত্তারক্ষীরা তাঁর সঙ্গে স্কুলের দরজা অবধি যাওয়া বন্ধ না করলে তিনিই স্কুলে যাবেন না ৷
অভিনেত্রীর কথায়, ‘‘আমি যখনই কোথাও যেতাম, কেউ না কেউ আমার সঙ্গে থাকতই ৷ আমরা বাবা যখন মন্ত্রী হলেন তখন আমি ষষ্ঠ কি সপ্তম শ্রেণীতে ৷ আচমকাই কড়া নিরাপত্তা ও বন্দুকধারীরা আমাদের সঙ্গে ঘুরতে শুরু করল ৷ ’’
মন্ত্রীকন্যা সোনাক্ষী যখন স্কুলে যেতেন তাঁকে অনুসরণ করত একটি জিপভর্তি শস্ত্রধারীরা ৷ তাঁর জন্য চারদিকে এই সন্ত্রস্ত ভাব ভাল লাগত না সোনাক্ষীর ৷ ছোট থেকেই স্বাধীনতা উপভোগ করতেন তিনি ৷ পরবর্তীতে যখন কলেজে ভর্তি হয়েছিলেন, বেছে নেন বাড়ি থেকে দূরের একটি কলেজ ৷
কাজের ক্ষেত্র সোনাক্ষীর ‘ভুজ, দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ওটিটি প্ল্যাটফর্মে মু্ক্তির অপেক্ষায় দিন গুনছে ৷ অতিমারি পরস্থিতির জন্য এটি সিনেমাহলে মুক্তি পায়নি ৷ এই ছবিতে সোনাক্ষীর সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগণ, সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shatrughan Sinha, Sonakshi Sinha