হোম /খবর /বিনোদন /
বন্দুক নিয়ে রুমে ঢুকে এল আততায়ী, সোনাক্ষি এরপর যা করলেন !

বন্দুক নিয়ে রুমে ঢুকে এল আততায়ী, সোনাক্ষি এরপর যা করলেন !

বলিউডের হয়তো একমাত্র মারকুটে নায়িকা হলেন সোনাক্ষি সিনহা ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডের হয়তো একমাত্র মারকুটে নায়িকা হলেন সোনাক্ষি সিনহা ৷ সামনে বদমাশ কেউ এলে এক মিনিটের মধ্যেই তার হাত-পা ভাঙতে একবারও ভাববেন না সোনাক্ষি ! সেরকমই এক কাণ্ড ঘটল সম্প্রতি ৷ ঠিক কী ঘটেছিল?

হঠাৎ করেই সোনাক্ষির হোটেল রুমে ঢুকে এল আততায়ী ৷ তাদের হাতে বন্দুক ৷ দুম করেই সোনাক্ষির ওপর চড়াও হল আততায়ীরা ৷ তবে সাহস হারালেন না সোনাক্ষি ৷ উড়ে গিয়ে লাথি মারতে শুরু করেন সোনাক্ষি ৷ মারলেন ঘুষি, চড়, থাপ্পড়!

গোটা কাণ্ডটাই আসলে নতুন ছবির শ্যুটিংয়ের জন্য ৷ ছবির নাম ফোর্স টু ৷ তারই শ্যুটিংয় কেরামতি দেখালেন সোনাক্ষি ৷ সঙ্গে ছিলেন জন আব্রাহমও ৷

দেখুন সেই কেরামতির ভিডিও--

Published by:Akash Misra
First published:

Tags: News, Shooting, Sonakshi Sinha, Video