মুম্বই : নতুন নেশায় মন মজেছে ‘দবংকন্যা’-র ৷ খুঁজে নিলেন তার জন্য নিভৃত অবসর ও কোণও ৷ বুধবার একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী (Sonakshi Sinha) ৷ সেখানে দেখা যাচ্ছে তিনি টিশার্ট আর টাইটসের ক্যাজুয়াল পোশাকে রয়েছেন অবসরযাপনে মুডে ৷ দূর এক ঝলকে দেখলে মনে হবে যেন বই পড়ছেন ৷ আসলে শত্রুঘ্নকন্যা এলোচুলে সেলাই করছেন ৷ তাঁর হাতে ধরা ফ্রেমে আটকানো সাদাকাপড়৷ সেখানে নিপুণ হাতে ফোঁড় তুলছেন তিনি ৷
যে জায়গায় আধশোওয়া হয়ে সেলাই করছেন সোনাক্ষী, সেটিও মনোরম ৷ গোলাকার, যেন কোনও জাহাজের কেবিনের জানালা ৷ নতুন অবতারে অভিনেত্রীকে মুগ্ধ নেটিজেনরা ৷ ক্যাপশনে সোনাক্ষী বলেছেন, তাঁর নতুন শখের জন্য এই জায়গাটা আদর্শ ৷
অতীতে কস্টিউম ডিজাইনারের কাজ করা সোনাক্ষীর সেলাইয়ের প্রতি আকর্ষণ অস্বাভবিক নয় ৷ ২০০৫ সালে ‘মেরা দিল লেকে দেখো’ ছবিতে তিনি কাজ করেছিলেন পোশাক পরিকল্পক হিসেবেই ৷ ২০১০ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ব্লকবাস্টার ছবি ‘দবং’ দিয়ে ৷ এর পর ‘রাউডি রাঠৌর’, ‘জোকার’, ‘সন অব সর্দার’, ‘দবং টু’, ‘হিম্মতওয়ালা’, ‘লুটেরা’, ‘ওয়ন্স আপন এ টাইম ইন মুম্বই দোবারা’, ‘বুলেট রাজা’, ‘অ্যাকশন জ্যাকসন’, ‘টোটাল ধামাল’, ‘কলঙ্ক’, ‘মিশন মঙ্গল’, ‘দবং থ্রি’-সহ অসংখ্য ছবিতে তাঁকে দেখা গিয়েছে একের পর এক ভূমিকায় ৷ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ৷ অভিনয়ের পাশাপাশি ‘ইন্ডিয়ান আইডল’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শো-তেও তাঁকে দেখা গিয়েছে ৷
বান্টি সজদেহ-সহ একাধিক নামের সঙ্গে সোনাক্ষীকে জড়িয়ে শোনা গিয়েছে গুঞ্জন ৷ কিছু দিন আগে জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর প্রণয় গুঞ্জরিত হয়েছিল বিনোদন দুনিয়ার অন্দরমহলে ৷ কিন্তু প্রতিবারই সোনাক্ষীর অনুরাগীদের শেষ অবধি নিরাশ হতে হয়েছে ৷ বুদ্বুদের মতোই মিলিয়ে গিয়েছে তাঁর বিয়ের জল্পনা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sonakshi Sinha