#মুম্বই: সম্প্রতি সোনাক্ষি সিনহা মুম্বইয়ের করিনা কাপুরের রেডিও শো ওয়াট ওমেন ওয়ান্টের সেটে পৌঁছেছেন ৷ তবে এই সেটে পৌঁছনোর পদ্ধতিটি ছিল বেশ আলাদা ৷ দেখা গিয়েছে তিনি রয়্যাল ইনফিল্ড চালিয়ে সেখানে পৌঁছেছেন ৷ সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এর জন্য বেশ কিছু মানুষের ট্রোলিং-এর শিকার হয়েছেন ৷ ট্রোলিং হলেও সোনাক্ষি সিনহার সেই ভিডিও বেশ চর্চায় এসেছে ৷ রাস্তা দিয়ে বুলেট চালিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৷
রাস্তায় তাঁকে দেখে বেশ কয়েকজন চিত্রসাংবাদিক ও ভক্তরা ছেঁকে ধরেছেন ৷ এছাড়াও এই ভিডিওতে সোনাক্ষি সিনহা গাড়ি চালাচ্ছিলেন সঙ্গে রয়েছেন তাঁর দেহরক্ষীও ৷ তিনি অন্য গাড়ির সঙ্গে সোনাক্ষির গাড়ির একটি দূরত্ব বজায় রাখেন ৷ মুম্বইয়ের ব্যস্ততম রাস্তায় সোনাক্ষিকে এমন ভাবে দেখতে পেয়ে তাঁর ভক্তরা নানান ভাবে তাঁর ছবি তুলেছেন ভিডিও করেছেন ৷ ভক্তরা ইনস্টাগ্রামে সোনাক্ষি সিনহাকে দাবাং গার্ল, বুলেট রানি নামে ডেকেছেন ৷ কেউ কেউ আবার সোনাক্ষি সিনহাকে অন্যভাবেও কুর্নিশ জানিয়েছেন ৷
সোনাক্ষির প্রশংসা করলেও বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও করেছেন ৷ কেউ বলেছেন সোনাক্ষির বাইক চালানোর ভঙ্গি অভিনয়ের থেকে অনেক আলাদা ৷ অন্য একজন বলেছেন এটা কি কোনও হাস্যকৌতুক ৷ দেহরক্ষী হেঁটে হেঁটে যাচ্ছেন তাঁকে সঙ্গে নিয়ে বাইক চালাচ্ছেন ৷ এই রকম নানান প্রশংসা ও বিদ্রুপে নির্ভর করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Dabang Girl, Sonakshi Sinha