#মুম্বই: গত মাসেই মলদ্বীপ গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে সোনাক্ষি সম্ভবত এখনও বেরোতে পারেননি ছুটির আমেজ থেকে। তাই এবার শেয়ার করলেন পুরনো ছবিই। ছবিতে দেখা যাচ্ছে, পরনে কালো সুইমস্যুট নায়িকার।
জলে ভেসে মলদ্বীপের ঘন নীল সমুদ্র উপভোগ করছেন তিনি। ইনস্টাগ্রামে নিজের এই ছবি শেয়ার করে লিখেছেন, “সোনা জল কি রানি হ্যায়, জীবন উসকা পানি হ্যায়।” ছবির সঙ্গে যে হ্যাশট্যাগ যোগ করেছেন, তাতে স্পষ্ট যে বলিউডের ‘আসলি সোনা’ এখন পুরো ছুটির আমেজে আছেন। মলদ্বীপে বেড়াতে গিয়েই তিনি নিজের স্কুবা ডাইভিং-এর ছবি এবং ভিডিও শেয়ার করে লিখেছিলেন, “আমি এখন একজন অনুমতিপ্রাপ্ত স্কুবা ডাইভার। অনেকদিনের স্বপ্নপূরণ হয়েছে। সমুদ্রের প্রতি আমার ভালোবাসার শুরু সেই যখন প্রথম স্নর্কেলিং করেছিলাম, তখন থেকে। আর সেই থেকেই চেয়েছিলাম স্কুবা ডাইভার হবই। মলদ্বীপের ‘ওশিয়ানিক ওয়ার্ল্ড’ কে অসংখ্য ধন্যবাদ যে তাঁরা আমার জন্য মহম্মদের মতো প্রশিক্ষক দিয়েছেন।
View this post on Instagram
এর থেকে ভালো আর কারও কাছে আমি শিখতে পারতাম না।” সোনাক্ষি বলিউডের ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেছিলেন ২০১০ সালে, দাবাং ছবিতে। এই ছবিতে তিনি কাজ করেছেন সলমন খানের সঙ্গে। এরপর আরও বহু ছবি প্রকাশিত হয়েছে তাঁর গ্ল্যামারাস উপস্থিতির সঙ্গে। রাউডি রাঠোর, সন অফ সর্দার, লুটেরা, দাবাং ২, কলঙ্ক, অ্যাকশন জ্যাকসন, মিশন মঙ্গল-এর মতো প্রশংসিত ছবিগুলিতে কাজ করেছেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষি।
এখনও পর্যন্ত তাঁর শেষ প্রকাশিত ছবি দাবাং ৩। এরপর নতুন প্রজেক্ট, আসন্ন ছবি ‘ভুজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া’, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন অজয় দেবগণ। অনলাইন প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে সম্ভবত মুক্তি পাবে এই ছবি।