• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • লকডাউনে মদ না পেয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রীর ছেলে

লকডাউনে মদ না পেয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রীর ছেলে

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

 • Share this:

  #চেন্নাই: করোনার কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব। এদেশেও আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে । মৃত প্রায় ১৬০। করোনা ঠেকাতে লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের থেকে ছড়ায় সংক্রমণ । সেই সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হলেও বন্ধ মদের দোকান । আর এই কারণেই দেশবাসীদের একাংশ প্রবল ক্ষুব্ধ । নেশা করেন যাঁরা, তাঁদের অনেকেই মদের দোকান খোলার জন্য কেন্দ্রকে আবেদন করেছেন । এই তালিকায় রয়েছে বলি অভিনেতা ঋষি কাপুরের নামও । এছাড়াও অনেকেই মদ না পেয়ে খেয়েছেন রং, কেউ খেয়েছেন স্পিরিট । বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এমন হটকারি সিদ্ধান্তে ।

  এবার সেই তালিকায় নাম তুললেন প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমা-র ছেলে ভূপতিও । টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমা-র ছেলে ভূপতি নিজেও একজন অভিনেতা ও গায়ক। লকডাউনের জেরে অনেকদিন ধরেই মদ পাচ্ছিলেন না তিনি । নেশা কাটাতে শেষ পর্যন্ত অধিক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে নেন । মঙ্গলবার সন্ধ্যায় ভূপতিকে তাঁর ঘরে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছয় চেন্নাই সংলগ্ন মামবালাম থানার পুলিস। লকডাউনে মদ না পেয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রীর ছেলে #চেন্নাই: করোনার কাঁটায় বিদ্ধ গোটা বিশ্ব। এদেশেও আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে । মৃত প্রায় ১৬০। করোনা ঠেকাতে লকডাউন জারি হয়েছে দেশ জুড়ে। করোনা আক্রান্তের থেকে ছড়ায় সংক্রমণ । সেই সংক্রমণ রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হলেও বন্ধ মদের দোকান । আর এই কারণেই দেশবাসীদের একাংশ প্রবল ক্ষুব্ধ । নেশা করেন যাঁরা, তাঁদের অনেকেই মদের দোকান খোলার জন্য কেন্দ্রকে আবেদন করেছেন । এই তালিকায় রয়েছে বলি অভিনেতা ঋষি কাপুরের নামও । এছাড়াও অনেকেই মদ না পেয়ে খেয়েছেন রং, কেউ খেয়েছেন স্পিরিট । বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে এমন হটকারি সিদ্ধান্তে । এবার সেই তালিকায় নাম তুললেন প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমা-র ছেলে ভূপতিও । টাইমস অফ ইন্ডিয়া সূত্রে খবর, প্রয়াত তামিল অভিনেত্রী মনোরমা-র ছেলে ভূপতি নিজেও একজন অভিনেতা ও গায়ক। লকডাউনের জেরে অনেকদিন ধরেই মদ পাচ্ছিলেন না তিনি । নেশা কাটাতে শেষ পর্যন্ত অধিক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে নেন । মঙ্গলবার সন্ধ্যায় ভূপতিকে তাঁর ঘরে আচ্ছন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছয় চেন্নাই সংলগ্ন মামবালাম থানার পুলিস।

  Published by:Simli Raha
  First published: