হোম /খবর /বিনোদন /
এক মঞ্চে ভারতের বিশিষ্ট শিল্পীরা! বসন্ত সন্ধ্যায় কলকাতায় 'সেতার ফেস্টিভ্যাল'

Sitar Festival in Kolkata: এক মঞ্চে ভারতের বিশিষ্ট শিল্পীরা! বসন্ত সন্ধ্যায় কলকাতায় 'সেতার ফেস্টিভ্যাল'

Sitar Festival in Kolkata: শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য এই উদ্যোগ  এক অনন্য আয়োজন ছিল বলা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন নিত্যানন্দ হলদিপুর, পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত দেবজ্যোতি বসু।

  • Share this:

কলকাতা: অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন এ বার সঙ্গীতের শহর কলকাতায় নিয়ে এসেছিল 'সেতার ফেস্টিভ্যাল'। এর আগে সরোদ ফেস্টিভ্যাল এর আয়োজন করে নজর কেড়েছিল এই সংস্থা। গত ১০ মার্চ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী সেতার ফেস্টিভ্যাল হল শহরে। সেতারে সুর তুলে শ্রোতাদের মুগ্ধ করলেন বিশিষ্ট শিল্পীরা।

শহরের সঙ্গীতপ্রেমীদের জন্য এই উদ্যোগ  এক অনন্য আয়োজন ছিল বলা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন নিত্যানন্দ হলদিপুর, পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, পণ্ডিত দেবজ্যোতি বসু। অন্নপূর্ণা দেবীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পীরা।

১০ মার্চ মঞ্চে ছিলেন বিদুষী মিতা নাগ, তবলায় ইন্দ্রাণী মল্লিক। পণ্ডিত সুরেন্দ্র রাও এবং তন্ময় বোসের যুগলবন্দিও মুগ্ধ করেছে সঙ্গীতপ্রেমীদের। ১১ মার্চ পূর্বায়ণ চট্টোপাধ্যায় ,  ঈশান ঘোষ, হরশঙ্কর ভট্টাচার্য এবং পরিমল চক্রবর্তীর শিল্পীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

আরও পড়ুন: সতীশকে বিষ পান করিয়ে খুন করতে পারেন আমার স্বামী! বিস্ফোরক দাবি ব্যবসায়ী-পত্নীর

আরও পড়ুন: ওটিটিতে আসছে পাঠান, প্রকাশ্যে এল তারিখ! পর্দার মুছে ফেলা দৃশ্যও দেখতে পাবেন দর্শক

১২ মার্চ এই উৎসবের শেষ দিনে সেতারে সুর তুললেন সাহানা বন্দ্য়োপাধ্য়ায়, রফিক খান, উস্তাদ শাহিদ পারভেজ। তবলায় সঙ্গত করলেন যথাক্রমে রূপক ভট্টাচার্য, রামদাস পালসুলে, হিন্দোল মজুমদার।

 

কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে সন্ধ্যা ৬টা থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে নিত্যানন্দ হলদিপুর বললেন, "সেতারের ছয় ঘরানার সেতার বাদন মাতালো বসন্তের তিন সন্ধ্যা। সেতারের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি তবলায় সঙ্গত করলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা।আশা করি কলকাতা শহরের সঙ্গীত পিপাসু শ্রোতাদের এই উদ্যোগ ভালো লেগেছে ।"

Published by:Sanchari Kar
First published: