#সুইজারল্যান্ড: প্রয়াত হলিউডের বিখ্যাত অভিনেতা রজার মুর ৷ মঙ্গলবার সুইজারল্যান্ডে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন সবার প্রিয় ‘জেমসবন্ড’ ৷ বয়স ছিল ৮৯ ৷ দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন অভিনেতা রজার মুর ৷
অভিনেতার অফিসিয়াল ট্যুইটারের মাধ্যমেই বিশ্বকে জানানো হয় তাঁর মৃত্যুর খবর ৷ ট্যুইটারে মুরের পরিবার লিখলেন, ‘গোটা বিশ্বকে দুঃখের সঙ্গে জানাচ্ছি, অভিনেতা রজার মুর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ৷ তাঁর পৃথিবী ছেড়ে যাওয়াটা খুব দুঃখজনক !’
জেমস বন্ড হিসেবে সবচেয়ে বেশি সময় ধরে টিকে ছিলেন রজার মুর ৷ জেমস বন্ডের মোট ৭টি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ তবে জেমস বন্ড চরিত্র তাঁকে সর্বাধিক জনপ্রিয়তা দিলেও, রজার মুর হলিউডে পা রেখেছিলেন এলিজাবেথ টেলরের সঙ্গে ‘দ্য লাস্ট টাইম আই স প্যারিস’ দিয়েই ৷ হলিউডে এক সময়ের সেরা প্রেমিক হিরো, হ্যান্ডসাম হিরোর জায়গা কেড়ে নিয়েছিলেন রজার মুর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Died, Hollywood, Roger Moore