হোম /খবর /বিনোদন /
সারেগামা'র পরে এবারে নিজের প্রথম গান নিয়ে এলেন পৌষালী

সারেগামা'র পরে এবারে নিজের প্রথম গান নিয়ে এলেন পৌষালী

পুজোর সময় আগমনী গানের যেমন চাহিদা থাকে তেমনি চাহিদা থাকে পুজোর নতুন গানের এটা বলা যেতে পারে বাঙালির কালচারাল ট্র্যাডিশনের অবিচ্ছেদ্য অঙ্গ

  • Share this:

#কলকাতা: পুজোর সময় আগমনী গানের যেমন চাহিদা থাকে তেমনি চাহিদা থাকে পুজোর নতুন গানের এটা বলা যেতে পারে বাঙালির কালচারাল ট্র্যাডিশনের অবিচ্ছেদ্য অঙ্গ।পুজোর সময় পুজোর গানের পাশাপাশি ভালো লোকসংগীত পেলেও বা মন্দ কী!

এবারে ঠিক সেই কথা মাথায় রেখেই 'সারেগামাপা' এর জনপ্রিয় শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন তাঁর  ডেবিউ 'ফিরে আসার গান'।

পৌষালি জানান "দীর্ঘ দিন সবাই খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছে।শিল্পীদের জন্য এই সময়টা ভীষণই কঠিন ছিল। তবে এখন সরকারের থেকে যে নিয়ম করা হয়েছে তাতে ছোট আকারে হলেও অনুষ্ঠান করা সম্ভব হবে। আমার এই গান সকল শিল্পীদের জন্য যারা আবারও মঞ্চে ফিরতে পারছেন।

গানের সুর ও কথা সৈনিক দে'র।চন্দননগরের বিভিন্ন লোকেশনে সব প্রটোকল মেনেই শ্যুট করা হয়েছে এই গানের ভিডিওটি।গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ভিডিও।

Published by:Akash Misra
First published:

Tags: Poushali