#কলকাতা: পুজোর সময় আগমনী গানের যেমন চাহিদা থাকে তেমনি চাহিদা থাকে পুজোর নতুন গানের এটা বলা যেতে পারে বাঙালির কালচারাল ট্র্যাডিশনের অবিচ্ছেদ্য অঙ্গ।পুজোর সময় পুজোর গানের পাশাপাশি ভালো লোকসংগীত পেলেও বা মন্দ কী!
এবারে ঠিক সেই কথা মাথায় রেখেই 'সারেগামাপা' এর জনপ্রিয় শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন তাঁর ডেবিউ 'ফিরে আসার গান'।
পৌষালি জানান "দীর্ঘ দিন সবাই খুবই কষ্টের মধ্যে দিন কাটিয়েছে।শিল্পীদের জন্য এই সময়টা ভীষণই কঠিন ছিল। তবে এখন সরকারের থেকে যে নিয়ম করা হয়েছে তাতে ছোট আকারে হলেও অনুষ্ঠান করা সম্ভব হবে। আমার এই গান সকল শিল্পীদের জন্য যারা আবারও মঞ্চে ফিরতে পারছেন।
গানের সুর ও কথা সৈনিক দে'র।চন্দননগরের বিভিন্ন লোকেশনে সব প্রটোকল মেনেই শ্যুট করা হয়েছে এই গানের ভিডিওটি।গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পায় ভিডিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Poushali