হোম /খবর /বিনোদন /
হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক পাপন! ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট, কী হল তাঁর

Singer Papon: হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক পাপন! ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট, কী হল তাঁর

Singer Papon: হাসপাতালে ভর্তি হওয়ার কারণ স্পষ্ট করে পাপন কিছু লেখেননি। তবে গায়ক জানিয়েছেন, তিনি আপাতত ভাল আছেন।

  • Share this:

মুম্বই: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক অনুরাগ মহান্তি। সকলে যদিও তাঁকে পাপন নামেই বেশি চেনেন। শুক্রবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানালেন তিনি। ছেলে পুহোর মহান্ত কী ভাবে তাঁর পাশে থেকেছে, সেই বর্ণনাও দিয়েছেন গায়ক। মুম্বইয়ের এক হাসপাতালে ছিলেন পাপন।

ইনস্টাগ্রামে পাপন লেখেন, ‘আমরা প্রত্যেকেই একা ছোট ছোট লড়াই লড়ি। এই ঘটনাগুলি ইনস্টাগ্রামে ভাগ করে নেওয়া আমি পছন্দ করি না। কিন্তু গত রাতের ঘটনাটা অন্য রকম ছিল। এই প্রথম আমার ছোট্ট ছেলেটা, যার বয়স মাত্র ১৩, সারা রাত হাসপাতালে আমার সঙ্গে ছিল। আমার কাছে এটা খুবই আবেগঘন মুহূর্ত। তাই আমার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তা ভাগ করে নিলাম।’

হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন পাপন। পাশেই তাঁর ছেলে পুহোর। গায়ক আরও লেখেন, ‘নিজের মা-বাবার জন্য যখন এ রকম করতাম, সেই সময়ের কথা মনে পড়ছে। পুহোর আজ নিজের দায়িত্ব নিচ্ছে। ওঁরা তা দেখলে খুব খুশি হত।’

View this post on Instagram

A post shared by Papon (@paponmusic)

আরও পড়ুন: রাঘব-পরিণীতির আংটিবদল! কারা কারা আসছেন? নিমন্ত্রিতদের তালিকা শুনলে চমকে যাবেন

আরও পড়ুন: বডি হাগিং পোশাকে স্পষ্ট বেবি বাম্প, সন্তানের বাবা কে? ইলিয়ানাকে দেখেই কটাক্ষ নেটিজেনদের

হাসপাতালে ভর্তি হওয়ার কারণ স্পষ্ট করে পাপন কিছু লেখেননি। তবে গায়ক জানিয়েছেন, তিনি আপাতত ভাল আছেন।

 

বলিউডে একাধিক সফল গান গেয়েছেন পাপন। এ ছাড়াও অসমীয়া, বাংলা, তামিল, মারাঠি-র মতো একাধিক ভাষাতেও গেয়েছেন তিনি।

Published by:Sanchari Kar
First published: