• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • রেকর্ড থেকে আইপ্যাডের যুগ, মান্না দে আজও আছেন বাঙালির গানের আড্ডায় !

রেকর্ড থেকে আইপ্যাডের যুগ, মান্না দে আজও আছেন বাঙালির গানের আড্ডায় !

 • Share this:

  #কলকাতা: শুধু রেকর্ডে পিন পরার অপেক্ষা ৷ কিংবা আইপডের গানের লিস্টে ক্লিক ৷ মোবাইল ফোনে ছোট্ট চিপ থেকে সারাদিনের এফএম রেডিও ৷ সেই রেকর্ড, ক্যাসেট, সিডি থেকে আইফোনের যুগ ৷ বাঙালির গান শোনার যন্ত্রাংশে বদলে ঘটলেও, গাছের বাছাইয়ে তিনি আছেন ৷ আছে সেই কফি হাউজের আড্ডাতেও ৷ সেই প্রবাদপ্রতীম শিল্পী মান্না দে-র আজ জন্মতিথি ৷

  ফের বেজে উঠল বীণা তুম না তানানা৷ ফের সেজে উঠল সুরের জলসাঘর৷ প্রয়াত মান্না দে জন্মতিথিতে আপামর বিশ্ববাসী ফের ভেসে গেল তাঁর সুরের যাদুতে৷ ৷ তবে মৃত্যুর কিছুদিন আগেও গানের মধ্যে দিয়েই বেঁচে ছিলেন তিনি৷ অসুস্থ অবস্থায় বেঙ্গলুরুর বেসরকারি হাসাপাতালেও নিয়মিত শুনতেন রাগ প্রধান গান৷ মান্না দে মৃত্যুর মধ্যে দিয়ে যেন থেমে গিয়েছে গোটা একটা সময়৷

  তবে আজও যখন কফি হাউজ নিয়ে আড্ডা মাতে বাঙালি, কিম্বা রাগ প্রধান গানের আলোচনা শুরু হয় আবার বলিউডের রোম্যান্টিকতার কথাতেও বার বার ফিরে আসেন মান্না দে৷ প্রয়াত কিংবদন্তি গায়ক মান্না দে জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে জানিয়েছেন, ‘হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে…৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়েছেন৷ তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন৷ মান্নাদার কোনও বিকল্প নেই৷ তিনি নিজেই নিজের তুলনা৷ মান্না দে আর ফিরে আসবে না৷ তাঁর গানেই তিনি অমর থাকবেন আমাদের হৃদয়ে….ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে…’

  First published: