#পটিয়ালা: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল জনপ্রিয় গায়ক বাদশা ৷ সোমবার পটিয়ালার রাজপুরা এলাকায় ঘন কুয়াশার কারণেই অন্য এক গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাদশার গাড়ি ৷ খবর অনুযায়ী, বাদশা সুস্থ আছেন ৷ তেমন বড় কোনও চোট লাগেনি ৷
সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার কারণে রাজপুরা হাইরোডের বেশিরভাগ জায়গাই দৃশ্যমান ছিল না ৷ এই সময়ই গায়ক বাদশার গাড়িতে এসে ধাক্কা মারে আরেকটি গাড়ি ৷ বাদশার গাড়িতে এয়ার ব্যাগ থাকায় গুরুতর আঘাত থেকে রক্ষা পান বাদশা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।