#কলকাতা: শুক্রবার রাত থেকেই কলকাতা শহরে একটাই নাম ঘুরে ফিরে আসছে...অর্পিতা মুখোপাধ্যায়। কলকাতাকে 'টাকার পাহাড়' দেখালেন পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা! শুক্রবার সন্ধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনের বিছানা ও আলমারি থেকে উদ্ধার হয় ২০ কোটি টাকা। ২০ টি আইফোনও উদ্ধার করে ইডি, পাওয়া যায় বিপুল সোনা ও বৈদেশিক মুদ্রাও।
শনিবার বিকেলে সেই টাকার অঙ্ক ছাপাল ২১ কোটি! সেই টাকা গুনতে ব্যাঙ্ককর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় টাকা গোনার যন্ত্রও। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য ট্রাক পাঠাল আরবিআই! সেই ট্রাক ভর্তি সারি সারি ট্রাঙ্ক! সে ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে কোটি কোটি টাকা। প্রত্যক্ষদর্শিরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না, এ যেন সিনেমা...
আরও পড়ুন: মা-ঠাকুমা-র রূপটান আসত রান্নাঘর থেকে, বি টাউন কাঁপানো সুন্দরীর বিউটি সিক্রেট অবাক করবে
বলা বাহুল্য, অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে এই মুহূর্তে সবার কৌতূহল তুঙ্গে! কে এই অর্পিতা? 'সার্চ' চলছে সোশ্যাল মিডিয়ায়! এরমধ্যেই বহু মানুষে আরেক 'অর্পিতা মুখোপাধ্যায়'-এর সঙ্গে গুলিয়ে ফেলছেন '২১ কোটির মালকিন'-এর! এই অর্পিতা পেশায় গায়িকা। আর তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হলেন তিনি, নিজের একটি ছবি পোস্ট করে লিখলেন, '' আমি গায়িকা অর্পিতা মুখোপাধ্যায়। আমি সেই অর্পিতা মুখোপাধ্যায় নই, যাঁকে ইডি আটক করেছে। আমার এই মামলার সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই। কিন্তু মানুষে আমার প্রোফাইলে ঝাঁপিয়ে পড়ছে, অথচ আমাদের মধ্যে কোনও মিল-ই নেই! এটাই সোশ্যাল মিডিয়ার সমস্যা। মানুষে সত্যিটা যাচাই না করেই উপসংহারে পৌঁছে যায়, কাউকে ট্রোল করার আগে দু'বার ভাবে না!''
প্রসঙ্গত, শনিবার বিকেলে পেশায় মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। টালিগঞ্জের আবাসন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সূত্রের খবর, ইএসআই হাসপাতালে অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে, রাতে তিনি থাকবেন মহিলা লক-আপে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arpita Mukherjee