কলকাতা: ফের ফেসবুকে পোস্ট শেয়ার করে সমস্ত জল্পনার অবসান ঘটালেন 'শহর' ব্যান্ডের গায়ক অনিন্দ্য বোস। শুক্রবার রাতে নিজের স্বেচ্ছামৃত্যুর কথা ফেসবুকে শেয়ার করেন গায়ক। তারপর থেকেই প্রবল উত্তেজনা শুরু হয় নেট মহলে। শেষ পর্যন্ত অনিন্দ্যের বন্ধু সিধুর লেখা মন্তব্য দেখে স্বস্তির নিশ্বাস ফেলেন নেটিজেনরা।
তবে শনিবার ফের নিজের ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করে অনিন্দ লিখেছেন, 'আমি আবেগপ্রবণ...মন খারাপের কথা বলে ফেলি...কালকেও তেমনই একটা ঘটনা ঘটিয়েছি...আমার তার কেটে গেছিল...সকলের কাছে ক্ষমা চাইছি...যারা আমাকে ভালবাসেন তাদের কাছে..তবে রোদন কে 'বিনোদন'-এর পাতায় না ছাপালেও চলতো..যারা ছাপালেন,ভাল থাকবেন'।
আরও পড়ুন: 'আমার স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়', 'যখন নীরবে'র অনিন্দ্যর লেখায় আতঙ্কে শহর
তাঁর এই পোস্টটি শেয়ার হওয়া মাত্রই স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনুরাগীরা। শুক্রবার রাতের চাঞ্চল্যকর পোস্ট দেখে আশঙ্কিত হলেও অবশেষে গায়ক সুস্থ আছেন দেখে খুশি হয়েছেন সকলেই।
শুক্রবার রাতে হঠাৎই নিজের ফেসবুকের দেওয়ালে অনিন্দ্য লেখেন, 'নিজেকে খুব খারাপ মনো হচ্ছে তাই বিদায় নিচ্ছি... আমি খুব খারাপ মানুষ তাই চলে যাওয়াই ভাল' এরপর থেকেই হুলস্থুল পড়ে যায় নেট পাড়ায়। তাঁর সুস্থ থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন অনেকেই।
তবে এই পোস্টে মন্তব্য করে গায়কের সুস্থতা সম্পর্কে আশ্বাস দেন 'ক্যাকটাস'- ব্যান্ডের গায়ক সিধু। অনিন্দ্য-র পোস্টে সিধু মন্তব্য করেন 'কেউ চিন্তা করবেন না। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছি। প্রয়োজন মতো যত্ন নেওয়ার চেষ্টা করছি। আমার বাড়ি নিয়ে যাচ্ছি ওকে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Entertainment