মুম্বই : প্রেমে পড়ার সময় তাঁরা শিরোনামে ছিলেন৷ এ বার প্রেম ভেঙে যাওয়ার গুঞ্জনেও ফের চর্চিত সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী৷ ‘শেরশাহ’ ছবি থেকেই তাঁরা দর্শকদের নয়নের মণি৷ পর্দায় ছবি হিট৷ বাইরে তাঁদের প্রেমের গুঞ্জন সুপারহিট৷ তাঁদের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দের ছিল দর্শকদের৷ তবে শোনা যাচ্ছে, প্রেম এখন অতীত৷ সম্পর্ক ছেড়ে নাকি বেরিয়ে এসেছেন তাঁরা৷
প্রেমের কথাও তাঁরা যেমন স্বীকার করেননি, তেমনই গুঞ্জরিত বিচ্ছেদ নিয়েও তাঁদের মুখে কুলুপ৷ সামাজিক মাধ্যমে অবশ্য তাঁরা আগের মতোই সপ্রতিভ৷ কাজের সূত্রে সিদ্ধার্থ এখন তুরস্কে৷ নিজের একটি ছবি দিয়ে সেখান থেকে তিনি লিখেছেন, ‘‘সূর্যের আলো ছাড়া একটা দিন, তুমি জানো, রাতের মতো-স্টিভ মার্টিন৷’’
View this post on Instagram
অন্যদিকে কিয়ারা বুগেনভেলিয়া ফুলের মাঝে নিজের দুরন্ত একটি ছবি পোস্ট করে তাঁর অনুরাগীদের প্রেম-ভালবাসা-আনন্দের মধ্যে থাকতে লিখেছেন৷
প্রেমের কথা স্বীকার না করলেও তিনি যে কিয়ারার ব্যক্তিত্বে মুগ্ধ, সে কথা ইতিমধ্যেই জানিয়েছেন সিদ্ধার্থ৷ বলেছেন, কিয়ারার মধ্যে যে নায়িকাসুলভ আচরণ নেই, সেটা তিনি পছন্দ করেন৷ প্রশংসা করেন তাঁর অভিনয়েরও৷ কাজের দিকে সিদ্ধার্থর হাতে এখন আগামীতে বেশ কয়েকটি ছবি আছে৷ ‘কিটি মিশন মজনু’, ‘যোদ্ধা’-সহ বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে৷ অন্যদিকে কিয়ারা অভিনয় করছেন ‘ভুলভুলাইয়া২’, ‘গোবিন্দা নাম মেরা’ এবং ‘যুগ যুগ জীয়ো’-তে৷
আরও পড়ুন : দিদি চিত্রাঙ্গদার বিয়েতে উচ্ছ্বসিত ঋতাভরী, দেখুন বিয়ের আসরে দু’ বোনের ছবি
শ্যুটিং ফ্লোরে ব্যস্ত এই জুটি কোনওদিন সম্পর্কের কথা স্বীকার না করলেও একসঙ্গে মলদ্বীপ, দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছেন৷ একাধিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে৷ তাঁদের সম্পর্কে ফাটল ধরার কারণ কি কৃতী শ্যানন? কিছু দিন আগে এক অনুষ্ঠানে কৃতীকে তাঁর গাউন সামলাতে সাহায্য করতে দেখা গিয়েছিল৷ সেই দৃশ্য ঘিরে অনুরণিত হচ্ছে নতুন গুঞ্জন৷
আরও পড়ুন : তীব্র তাপপ্রবাহেই চলছে অফলাইন স্কুল, কী করে সুস্থ রাখবেন আপনার সন্তানকে?
View this post on Instagram
আরও পড়ুন : হাতে, পায়ে ঝিঁঝি ধরে কেন? প্রতিকারই বা কী? এই লক্ষণ কি উদ্বেজনক?
অনুরাগীরা এদিকে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে দেখার অপেক্ষায় দিন গুনছিলেন৷ তাঁদের আশায় এখন জল পড়ে গেল৷ যদিও নিন্দুকরা বলছেন, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ মুক্তি পাওয়ার পর যখন আলিয়া-সিদ্ধার্থ প্রেমের গল্পে ইন্ডাস্ট্রি মগ্ন, তখন সিদ্ধার্থকে সব সময় আলিয়ার পাশে পাশেই দেখা যেত৷ সেই পরিণতি কি এ বার তাঁর এবং কিয়ারার সম্পর্কেও হল? কৌতূহলী অনুরাগীরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kiara Advani, Sidharth Malhotra